• facebook
  • twitter
Friday, 6 December, 2024

পথ দুর্ঘটনায় মৃত বাইক চালক

মৃত চালকের নাম সুরজিৎ শীল। বাড়ি খড়্গপুরের তালবাগিচায়। তিনি টাটা হিতাচির কর্মী ছিলেন।

প্রতীকী চিত্র

শুক্রবার ভোর পৌনে ছটা নাগাদ খড়গপুর লোকাল থানার সামনে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। মৃত চালকের নাম সুরজিৎ শীল। বাড়ি খড়্গপুরের তালবাগিচায়। তিনি টাটা হিতাচির কর্মী ছিলেন।

ভোরবেলা ডিউটি সেরে বাড়ি ফেরার পথে লোকাল থানার সামনে ঘাতক ট্রাকটি তাকে ধাক্কা মারে। ট্রাকের চাকার তলায় পিষে যান সুরজিৎ । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।