সমবায় সমিতির ১৪ কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের প্রাক্তন শহর সভাপতি শিবনাথ চৌধুরী।
জানা গিয়েছে, কৃষ্ণনগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সহ-সভাপতি পদে ছিলেন শিবনাথ। তাঁর গ্রেপ্তারি নিয়ে জেলার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। শিবনাথের দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তৃণমূল সূত্রে খবর, শিবনাথ তৃণমূলের কৃষ্ণনগরের টাউন সভাপতি ছিলেন। শুধু তাই নয়, কালীনগর সোসাইটির চেয়ারম্যান পদেও ছিলেন তিনি। পাশাপাশি দলের একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন শিবনাথ।
Advertisement
ধৃত তৃণমূল নেতার অভিযোগ, তিনি পদে থাকাকালীন টাকা ফেরত পাচ্ছিলেন না বলে বেশ কয়েকজন অভিযোগ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তাঁদের টাকা ফেরত দেওয়া হয়। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। রাজনৈতিক কারণেই তাঁকে ফাঁসানো হয়েছে। সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনের পর থেকেই তাঁর বিরুদ্ধে কেস হচ্ছে বলে দাবি করেছেন শিবনাথ। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমান জানান, শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশ তদন্ত করবে।
Advertisement
Advertisement



