অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙলো এলাকাবাসীর। পুলিশ ও আবগারী দপ্তরের ওপর কার্যত আস্থা হারিয়ে রীতিমত লাঠি হাতে বেআইনি মদের ভাটি ভাঙতে রাস্তায় নামলেন এলাকার মহিলারা। বাড়ি বাড়ি গিয়ে যেখানে বেআইনি মদের ঠেক রয়েছে হানাদারি চালালো ছোট থেকে বড় মহিলারা। বিক্ষোভকারী মহিলাদের একটাই যুক্তি, মদের নেশায় ঘরের ছেলেরা মা, বোন ভুলে যাচ্ছে। ৬০ বছর বয়স্ক মহিলাকেও ছাড়ছে না এরা। তাই এলাকায় মদ, গাঁজা বন্ধ করতে মহিলারা এবার রাস্তায় নেমেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার অন্তর্গত বেগুট এলাকায়।
মদের ঠেক চালু থাকায় এলাকায় নেশাগ্রস্ত হয়ে অনেকেই নানা অসামাজিক কাজ করছে। এমনটাই অভিযোগ বর্ধমানের মেমারি থানা এলাকার বেগুট গ্রামে। অভিযোগ ভাইফোঁটার দিন এদেরই শিকার হন বছর ষাট বয়সী এক মহিলা। দুই যুবক তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। যদিও অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে। তবুও ক্ষোভ কমেনি গ্রামের মহিলাদের। শতাধিক মহিলা হাতে লাঠিসোঁটা নিয়ে মদের ঠেক উচ্ছেদ করতে অভিযানে নামে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ ও আবগারি দপ্তরের কাছে খবর পৌঁছায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে আবগারি দপ্তরের কর্মীরা এসে চোলাই এর ঠেকগুলোতে অভিযানে নেমে মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে। দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
Advertisement
Advertisement
Advertisement



