• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুরুলিয়ায় মৎস্যজীবীর জালে আমেরিকান ইল

পুরুলিয়া মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইল সমুদ্রে ডিম পাড়ে। সেই ডিম থেকে বের হওয়া লার্ভা স্রোতের মাধ্যমে নদীর দিকে চলে আসে।

পুরুলিয়ায় মৎস্যজীবীর জালে ধরা পড়ল আমেরিকান ইল। আর এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। টামনা থানার চাঁদরাডি গ্রামের বিকাশ গোপের জালে ধরা পড়েছে মাছটি। সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে শেয়ার হয় সেই মাছের ছবি। উত্তর আমেরিকার বাসিন্দা ইল মূলত নদী ও সমুদ্রে থাকে। নোনা জলেই এদের জন্ম। যদিও জীবনযাপন করে মিষ্টি জলে। ফলে প্রশ্ন উঠছে, পুরুলিয়ায় এই মাছ কীভাবে এল?

টানা বৃষ্টির জেরে পুরুলিয়া ১ নম্বর ব্লকের টামনা থানা এলাকার তারা ড্যাম থেকে জল উপচে পড়েছিল। সেখান থেকেই জালে ধরা পড়ে মাছটি। পুরুলিয়া মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইল সমুদ্রে ডিম পাড়ে। সেই ডিম থেকে বের হওয়া লার্ভা স্রোতের মাধ্যমে নদীর দিকে চলে আসে। নিশাচর এই মাছের ঘ্রাণশক্তি প্রবল। বিভিন্ন ধরনের পোকামাকড়, ছোট মাছ, ঝিনুক এবং অন্যান্য জলজ প্রাণী খায় আমেরিকান ইল।

Advertisement

দপ্তরের সহ-মৎস্য অধিকর্তা পিয়াল সর্দার বলেন, ‘আমরা ছবি দেখে নিশ্চিত এই মাছটি আমেরিকান ইল। কিন্তু কীভাবে এটা এখানে এল? ভীষণ আশ্চর্য লাগছে। এখানে তো কোনওভাবেই আসার কথা নয়। এই মাছ মূলত নদী এবং সমুদ্রে পাওয়া যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ এই মাছের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। বিশ্বজুড়ে এর সংরক্ষণের চেষ্টা চলছে বলে মৎস্য দপ্তরের তরফে জানানো হয়েছে।

Advertisement

Advertisement