এক বিশিষ্ট চিকিৎসককে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল খড়গপুরের কৌশল্যায়। বিমল কুমার রাজ শহরের একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তাঁর গ্রামের বাড়ি খড়গপুর ২ নম্বর ব্লকের বাড়গোকুলপুরে। রবিবার সন্ধেবেলায় বাড়ি ফেরেন তিনি। বাড়িতে ঢোকার গেটের সামনেই বাইক থামিয়ে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন যুবক। তাদের মধ্যে একজন স্নেহাশিস বর। স্নেহাশিস স্থানীয় সাহু লজে থাকে। বিমল রাজ বলেন, তিনি গাড়ি থেকে নেমে ওই যুবকদের সরে দাঁড়াতে বলেন। সরে যাওয়া তো দূরের কথা, তারা ডাক্তারবাবুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে।
প্রতিবাদ করলে ধারালো অস্ত্র দিয়ে ডাক্তারবাবুকে মারতে উদ্যত হয়। নিজেকে বাঁচাতে গিয়ে ডান হাতে গুরুতর চোট পান তিনি। রক্তে তাঁর জামা ভিজে যায়। এর পরই ওই যুবকরা এলাকা ছাড়ে। খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেন ডা: রাজ। পুলিশ অভিযুক্ত যুবককে এখনও ধরতে পারেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহু লজে বিভিন্ন অনৈতিক কাজকর্ম চলে। এই কাজকর্মের মূল পাণ্ডা স্নেহাশিস বর।
Advertisement
Advertisement
Advertisement



