শ্রমিকদের বেতন বকেয়া রেখেই তাৎক্ষণিক নোটিশে চা বাগান বন্ধ করে দিয়েছে আলিপুরদুয়ারের কালচিনির মধু চা বাগানের মালিক কর্তৃপক্ষ। এর আগে প্রায় সাত বছর এই চা বাগান বন্ধ ছিল। ফের ২০২২ সালে এটি খোলে। জানা গিয়েছে, সোমবার শ্রমিকরা কাজ করতে গিয়ে বাগান বন্ধের নোটিশ দেখেন। বর্তমানে, এখানে প্রায় ৭৫০ এর কাছাকাছি শ্রমিক কাজ করত। তাঁদের প্রত্যেকেই কাজ হারিয়েছেন। এরপরই তাঁদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। অভিযোগ, তাঁদের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। অন্যদিকে, রবিবার টিএসওপি-র মাধ্যমে এই বাগান অন্য মালিককে দিতে শ্রমিকরা একত্রে হাসিমারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছিল।
সূত্রের খবর, বহু দিন ধরেই মধু চা বাগানে অশান্তির পরিবেশ ছিল। প্রায় ৬ মাসের কাছাকাছি সময় শ্রমিকরা বেতন পায়নি। তাই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে অশান্তি চলছিল। এই নিয়ে তাঁরা আন্দোলনেও নেমেছিলেন। তাঁদের দাবি, এতকিছুর পরেও তাঁরা কাজ বন্ধ করেননি। ফলে বাগানের উৎপাদনও ঠিক ছিল। তা সত্ত্বেও ৬ মাসের বেতন বাকি রেখে আচমকা ‘সাসপেনশন অব ওয়ার্কের’ নোটিশ দিয়ে চা বাগান বন্ধ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ। আগে থেকে তাঁদের কিছুই জানানো হয়নি। শ্রমিকরা এবার কী করবে তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে। জানা গিয়েছে, মধু চা বাগানের ম্যানেজার-সহ অন্যান্য আধিকারিকরা এলাকা ছেড়েছে। এমতাবস্থায় কর্মহারা প্রায় ৭৫০ শ্রমিকের কপালে দুশ্চিন্তার ভ্রূকুটি। সকলেই এই সমস্যার সমাধান চান।