দীর্ঘ ১৪ বছর পর ইঁটের আঘাতে খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শাস্তির রায় দিয়েছে চন্দননগর আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট। অবশেষে কাশিনাথ মণ্ডলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দিয়েছে কোর্ট। সূত্রের খবর, ঘটনার সূত্রপাত ২০১১ সালে। হুগলির তারকেশ্বর মুক্তারপুর এলাকার বাসিন্দা দুই বৃদ্ধের মধ্যে তারকেশ্বর বাসস্ট্যান্ডে সংঘাত হয়েছিল। সংঘাতের কারণ গুরুতর ছিল না বলে জানা গিয়েছে। স্থানীয় দুই দোকানদার তাঁদের থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁরা বিবাদ চালিয়ে যান। প্রথমে কাঠ নিয়ে আঘাত করা হয় নবকুমার খাঁড়া নামের বৃদ্ধকে। তারপর আচমকাই অপর বৃদ্ধ কাশিনাথ মণ্ডল রাস্তা থেকে ইঁট তুলে নিয়ে নবকুমারকে সজোরে আঘাত করেছিলেন।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নবকুমারকে উদ্ধার করে তারকেশ্বর হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। ইঁটের ঘায়েই মৃত্যু হয়েছিল তাঁর। এই ঘটনায় পুলিশ কাশিনাথ মণ্ডলকে গ্রেপ্তার করে। কিন্তু পরবর্তীতে অভিযুক্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত ছিল। কিন্তু তদন্ত বন্ধ হয়নি। গত ৭ মে চন্দননগর আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলাটি ওঠে। বিচারকের নির্দেশে কাশীনাথ মণ্ডলকে ফের গ্রেপ্তার করা হয়। এরপর ১৩ জনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে শনিবার তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। সাজা হিসেবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দোষী শাস্তি পাওয়ায় খুশি হয়েছেন মৃতের পরিবার।
Advertisement
Advertisement
Advertisement



