মুর্শিদাবাদে পর পর ঘটেই চলেছে বিস্ফোরণের ঘটনা। ডোমকলের পর এবার রেজিনগরে বিস্ফোরণে জখম ৩ জন। ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার মির্জাপুরের ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায়। বিস্ফোরণের পরে জখমদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরে গঙ্গার ধার থেকে ওসমান বিশ্বাস নামক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্তে নেমেছে। বিস্ফোরণের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ নাকি অন্য কোনও কারণে বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, সাবেদা বিবি নামে স্থানীয় এক মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের বাড়ি তকিপুর গ্রামে। তাঁর অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় তাঁর স্বামীকে কেউ বা কারা বাড়ি থেকে বোমা বাঁধার জন্য ডেকে নিয়ে গিয়েছিল। মধ্যরাতে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা বাইরে বেরিয়ে এসেছিলেন। অভিযোগ, ছেতিয়ানি ঘোষপাড়া এলাকার একটি ফাঁকা এলাকায় তিনজন বোমা বাঁধছিলেন। সেইসময় বোমা ফেটে যায়। তিনজনই বিস্ফোরণে জখম হয়েছেন বলে প্রাথমিক খবর।
Advertisement
Advertisement
Advertisement



