• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কোল্ড স্টোরেজ থেকে ১২টি পদ্ম গোখরো উদ্ধার

খবর দেওয়া হয় স্থানীয় বন দপ্তরকে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ওই কোল্ড স্টোরেজের ওয়াটার থেকে ১২টি পদ্ম গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে।

নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার অন্তর্গত পিয়াশালা অঞ্চলের কাঁচগেড়িয়া এলাকায় থাকা কৃষ্ণলতা কোল্ড স্টোরেজের ওয়াটার থেকে এক এক করে সাপের বাচ্চা বের হতে দেখেন কোল্ড স্টোরেজের কর্মীরা, যার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন ওই কোল্ড স্টোরেজের কর্মীরা। খবর দেওয়া হয় স্থানীয় বন দপ্তরকে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ওই কোল্ড স্টোরেজের ওয়াটার থেকে ১২টি পদ্ম গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে।

তবে ওই বাচ্চা সাপগুলির মাকে উদ্ধার করা যায়নি। ওই সাপের বাচ্চাগুলির আনুমানিক বয়স হবে প্রায় এক মাস। বন দপ্তরের কর্মীরা সাপের বাচ্চাগুলিকে উদ্ধার করে শনিবার স্থানীয় গভীর জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। তাঁদের আশঙ্কা কোল্ড স্টোরেজের ভিতর আরো সাপ রয়েছে। যার ফলে ওই কোল্ড স্টোরেজের কর্মীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। একসঙ্গে বারোটি পদ্ম গোখরো সাপের বাচ্চা উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Advertisement

Advertisement

Advertisement