• facebook
  • twitter
Sunday, 20 July, 2025

পরকীয়া সম্পর্কের জেরে খুনের অভিযোগ, গ্রেপ্তার ১

বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জেরে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে তাঁরই বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবা এলাকায়।

বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জেরে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে তাঁরই বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবা এলাকায়। জানা গিয়েছে, স্বামীর বন্ধুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এক যুবতী। এর জেরে স্বামী–স্ত্রীয়ের মধ্যে অশান্তি শুরু হয়। রবিবার অশান্তি মেটাতে তিনজন একত্রিত হলে যুবতির স্বামী তাঁর প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, প্রায় চার বছর আগে হুগলির মহানাদের বাসিন্দা সাগরিকার সঙ্গে নবদ্বীপের অভিজিৎ সরকারের বিয়ে হয়। অভিজিতের বন্ধু ছিলেন উত্তর ২৪ পরগনার হালিশহর বাসিন্দা রাজ বর্মণ। সেই সূত্রে সাগরিকার সঙ্গে রাজের পরিচয় হয়। তাঁদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। ফোনের মাধ্যমে দুই জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। কয়েকদিনের মধ্যেই বিষয়টি জানতে পেরে যান অভিজিৎ। এই নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে বিবাদ চরমে পৌঁছায়।

রাজের সঙ্গে যোগাযোগ রাখতে স্ত্রীকে নিষেধ করেন অভিজিৎ। কিন্তু সেই নিষেধ না শুনে রাজ ও সাগরিকা একে অপরের সঙ্গে যোগাযোগ চালিয়ে যান। এই পরিস্থিতিতে শুক্রবার বাবার বাড়িতে চলে আসেন সাগরিকা। শনিবার শ্বশুরবাড়িতে গিয়ে অশান্তি শুরু করেন অভিজিৎ। শেষ পর্যন্ত রাজকে ডেকে বিষয়টি মীমাংসা করার কথা ঠিক হয়। সেই মতো রবিবার মহানাদ এলাকায় যান রাজ। এলাকার একটি মন্দিরের কাছে তিনজনে আলোচনায় বসেন। অভিযোগ, আলোচনা চলাকালীন ধারালো ছুরি দিয়ে রাজকে আঘাত করেন অভিজিৎ।

রক্তাক্ত অবস্থায় রাজকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ পেয়ে অভিজিৎ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। রাজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় আর কেউ জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।