• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

শান্তিনিকেতনে বাগুইআটি নৃত্যাঙ্গনের বসন্ত উৎসব

আবৃত্তিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট বাচিকশিল্পী মধুমিতা বসু, বর্ণালী সরকার, কাজল গুপ্ত, পর্ণা সাহা ও প্রবাসী বাঙালি বাচিকশিল্পী চিন্ময় রায়চৌধুরী।

নিজস্ব চিত্র

সম্প্রতি শান্তিনিকেতনের রাঙাবিতান প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো বাগুইআটি নৃত্যাঙ্গনের অনন্য বসন্ত উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমনস্ক বহূ মানুষ। কলকাতা ও বোলপুর-শান্তিনিকেতনের শিল্পীদের উপস্থিতিতে এই দিন সন্ধ্যায় নাচ, গান, কবিতা ও শ্রুতি নাটকের মধ্য দিয়ে অনুষ্ঠাটি সফলতা লাভ করে। প্রত্যেক শিল্পী আন্তরিকতার সঙ্গে তাঁদের উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন। অনুষ্ঠান শুরু হয় উপস্থিত শিল্পীদের ‘ওরে গৃহবাসী’ গানের সঙ্গে নাচের মাধ্যমে। এরপর বোলপুরের বিখ্যাত বাউল শিল্পী উৎপল দাস বাউলের গানের সঙ্গে সংস্থার শিল্পীদের নাচে মেতে ওঠেন উপস্থিত দর্শকেরা। এরপর বিশিষ্ট বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের পাঠ, দর্পনারায়ণের গাওয়া ‘দিয়ে গেনু বসন্তের এই গানখানি ‘-র সঙ্গে নৃত্য পরিবেশন করেন বাগুইআটি নৃত্যাঙ্গনের নৃত্য পরিচালিকা জয়িতা বিশ্বাস।

শ্রুতি নাটক পরিবেশন করেন দেবাশিস কুমার ও দেবযানী কুমার। সোনালী মুখোপাধ্যায়, শ্রীধারা গুপ্ত, পিয়ালী বসু রায়, তানিয়া দাস, ছন্দশ্রী সাহা, রীনা দোলন বন্দোপাধ্যায়, নন্দিনী মণ্ডল এবং অভীক মল্লিকের গানে দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।আবৃত্তিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট বাচিকশিল্পী মধুমিতা বসু, বর্ণালী সরকার, কাজল গুপ্ত, পর্ণা সাহা ও প্রবাসী বাঙালি বাচিকশিল্পী চিন্ময় রায়চৌধুরী। নৃত্যে ছিলেন বিশিষ্ট প্রবীণ নৃত্যশিল্পী পলি গুহ, জয়া পাল চৌধুরী, মধুশ্রী দাস, সেঁজুতি গুহ রায়, শিঞ্জিনী বিশ্বাস এবং জয়িতা বিশ্বাস। অনুষ্ঠানের শেষে গান, নাচ ও কবিতার মেলবন্ধনে মেতে ওঠেন উপস্থিত সবাই। সামাজিক পরিমণ্ডলে সাংস্কৃতিক বাতাবরণ বজায় রাখতে আগামী দিনেও এই সংস্থা অগ্রণী ভূমিকা পালন করবে এই আশা প্রকাশ করা হয় আয়োজকদের পক্ষ থেকে।

Advertisement

Advertisement

Advertisement