নতুন বছর শুরু থেকেই শীতের হিমেল হাওয়ার সঙ্গে মানুষ হয়ে উঠেছে উৎসব মুখর। কিন্তু সব কিছুর আড়ালে মানুষের আদিম প্রবৃত্তি অপরাধ প্রবণতা থেকেই যায়। সেই অপরাধীদের সঙ্গে মোকাবিলা করার জন্য সমাজকে সচেতন করার বার্তা নিয়ে এগিয়ে এল পুলিশ। শুক্রবার দুপুরে সারদা শতদল প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া এবং চাদঁপুর লেনিনগড় বি ব্লকে বিশ্ব মানব সেবা স্কাউট অ্যান্ড গাইড সংগঠনকে সঙ্গে নিয়ে নববারাকপুর থানা পুর এলাকায় বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা মূলক প্রচারভিযান চালান তাঁরা। সেইসব বিষয়গুলির মধ্যে অন্যতম সাইবার, ট্রাফিক এবং পরিবেশ সচেতনতা, বাল্য বিবাহ রোধ, নারী অপরাধ রোষ, মানব পাচার, তামাক বর্জন, নিরাপদে গাড়ি চলাচলে সেফ ড্রাইফ সেভ লাইফ ইত্যাদি। এই র্যালিতে স্কুলের ছাত্রছাত্রী, স্কাউট অ্যান্ড গাইড সংগঠনের সদস্যরা, বিদ্যালয়ের শিক্ষিকারা, অভিভাবক অভিভাবিকারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।
সামাজিক ও সাইবার সচেতনতা পদযাত্রা শেষ হয় থানা প্রাঙ্গণে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণ গ্রহণকারী সকল বাচ্চাদের শিক্ষা সরঞ্জাম (খাতা, কলম) ও শুকনো খাবার, চকলেট, জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানান থানার বড় বাবু ও অন্যান্য অফিসার, পুলিশ কর্মীরা। এর মধ্যেই ছিল শিক্ষা সচেতনতামূলক প্রচারের বীজ। স্বভাবতই স্কুলের দিদিমনি অভিভাবক অভিভাবিকারা ও স্থানীয় মানুষেরা পুলিশের এমন ভূমিকায় খুবই উচ্ছ্বসিত। আগত খুদে পড়ুয়া ও ছাত্রছাত্রীরা পথচলতি মানুষদের সচেতনতামূলক লিফলেট বিলি করে এদিন।থানার আইসি সুমিত কুমার বৈদ্য জানান পুলিশ সমাজের বন্ধুর মতো। বাড়ছে সাইবার ক্রাইম প্রতারণা। দরকার সচেতনতা। সামাজিক ও সাইবার সচেতনতা বাড়াতে স্কুল পড়ুয়া ও স্কাউট অ্যান্ড গাইড সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে সচেতনতা মূলক প্রচারভিযান করা হল পুর এলাকায়। পদযাত্রার মধ্যে দিয়ে কিছুটা হলেও মানুষের মধ্যে সচেতনতার বোধ জাগ্রত করতে পেরেছে এই প্রয়াস।