সম্প্রতি কলকাতার আশুতোষ মেমোরিয়াল হলে ‘আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি’-র আয়োজনে অনুষ্ঠিত হল ‘স্যার আশুতোষ মুখোপাধ্যায়- আচার্য দীনেশচন্দ্র সেন’ স্মৃতি সম্মাননা, বিশেষ সম্মাননা ও গবেষণামূলক গ্রন্থ সম্মাননা-২০২৫।
‘বিশেষ সম্মাননা’ পান আশুতোষ মুখোপাধ্যায়ের পৌত্র চিত্ততোষ মুখোপাধ্যায় ও আচার্য দীনেশচন্দ্র সেন এর নাতি অধ্যাপক ড. সিদ্ধার্থ সেন৷ ‘স্যার আশুতোষ মুখোপাধ্যায়-ড. দীনেশচন্দ্র সেন’ স্মৃতি সম্মাননা পান অধ্যাপক ড. অর্জুনদেব সেনশর্মা, অধ্যাপক ড. কল্যাণ চক্রবর্তী, অধ্যাপক ড.মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় ও বৈজ্ঞানিক ড. অরূপ মিত্র। ‘গবেষণা মূলক পুস্তক সম্মাননা পেলেন ড. দেবদত্তা চক্রবর্তী ও অধ্যাপক ড. শম্পা বসু৷ উপস্থিত ছিলেন বি.আর. আম্বেদকর সোসাইটির সাধারণ সম্পাদক দিলীপ বিশ্বাস ও আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি,ভারত এর সহ সভাপতি ড. বিমল কুমার থান্দার৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন৷