ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) কার্যকর হলে দেশের বিলাসবহুল গাড়ির বাজারে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে বিএমডব্লিউ, মার্সিডিজ-বেনজ, অডি, ভলভো, পোর্শে এবং জাগুয়ার ল্যান্ড রোভারের মত নামী ইউরোপীয় ব্র্যান্ডের গাড়ির দাম ৩০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, যার ফলে এতদিন যেসব গাড়ি সাধারণ ক্রেতার নাগালের বাইরে ছিল, সেগুলি অনেকটাই সাশ্রয়ী হয়ে উঠতে পারে।
বর্তমানে ভারতে বিএমডব্লিউ ৩ সিরিজের দাম প্রায় ৬০ থেকে ৭৫ লক্ষ টাকার মধ্যে। বাণিজ্যচুক্তি কার্যকর হলে এই গাড়ির দাম কমে ৪০ থেকে ৫৫ লক্ষ টাকায় নামতে পারে। একইভাবে, মার্সিডিজ-বেঞ্জ সি ক্লাসের দাম ৬০–৭০ লক্ষ টাকা থেকে কমে ৪০–৫০ লক্ষ টাকার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এতে ক্রেতারা প্রায় ২০ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
Advertisement
অডি এফোর ও এসিক্স-এর ক্ষেত্রেও উল্লেখযোগ্য দাম কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্তমানে এই গাড়িগুলির দাম ৪৫ লক্ষ থেকে ৭০ লক্ষ টাকার মধ্যে হলেও, চুক্তির পরে তা কমে ৩৫ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে আসতে পারে। বিএমডব্লিউ এক্স ওয়ান ও এক্স থ্রি, মার্সিডিজ জিএলএ ও জিএলসির মতো জনপ্রিয় এসইউভি মডেলগুলির দামও ১৫ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত কমতে পারে বলে অনুমান।
Advertisement
শুধু জার্মান নয়, সুইডিশ ব্র্যান্ড ভলভো এবং স্পোর্টস কার নির্মাতা পোর্শে গাড়ির দামেও বড় পরিবর্তন আসতে পারে। পোর্শে মেকান বা কাইয়েনের মতো গাড়িতে সাশ্রয় হতে পারে ৩০ থেকে ৭০ লক্ষ টাকা পর্যন্ত। এমনকি জাগুয়ার ও ল্যান্ড রোভারের প্রিমিয়াম মডেলগুলিও তুলনামূলকভাবে সস্তা হতে পারে।
উল্লেখ্য, দেশীয় গাড়ি শিল্পকে সুরক্ষা দিতে আপাতত পাঁচ বছরের জন্য বৈদ্যুতিক গাড়ির উপর শুল্কছাড় স্থগিত রাখা হয়েছে। তবে ভবিষ্যতে বিএমডব্লিউ আইএক্স, অডি ই-ট্রন বা টেক্যানের মতো ইউরোপীয় ইভি গাড়ির দামও উল্লেখযোগ্যভাবে কমতে পারে। সব মিলিয়ে, এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের বিলাসবহুল গাড়ির বাজারে এক নতুন যুগের সূচনা হতে পারে।
Advertisement



