যত গরম তত উর্ধ্বমুখী শেয়ার যাদের

Written by SNS April 5, 2024 1:33 pm

দিল্লি, ৪ এপ্রিল— এপ্রিল মাসেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির আশেপাশে ঘুরছে৷ তরতর করে ঘাম ঝরছে৷ তারসঙ্গে ঝরবে গ্যাটের কড়িও৷ আরে বাবা গরম মানেই তো এসি, কুলার, পাখা থেকে আইসক্রিম-ঠান্ডা পানীয় কেনার হিড়িক৷ আর যত বিক্রি তত লাভ, তত শেয়ার বাজার উর্ধ্বমুখী এই কোম্পানিদের৷ আপনারও যদি এই সমস্ত সংস্থায় বিনিয়োগ থাকে, তবে পেতে পারেন দারুণ রিটার্ন৷

তাপপ্রবাহের কারণে এসি, কুলার, ফ্যান ও রেফ্রিজারেটরের চাহিদা দ্রুত বাডে়৷ আর পণ্যের বিক্রি বাড়লে, কোম্পানির শেয়ার দরও বাড়বে৷ এপ্রিল মাস থেকেই ভোল্টাস লিমিটেড, হ্যাভেলস ইন্ডিয়া, সিম্ফনির শেয়ারে প্রভাব দেখা যায়৷ এই কোম্পানিগুলির রাজস্ব বেশ ভালই ছিল৷ আবহাওয়া দফতরের তাপপ্রবাহের পূর্বাভাস এই কোম্পানিগুলিকে ব্যবসা বাড়াতে সাহায্য করছে৷ যদি বিইই নিয়মে কোন পরিবর্তন না হয় এবং মূল্য স্থিতিশীল থাকে, তাহলে এই সংস্থাগুলির শেয়ার বৃদ্ধি পাবে৷

বর্তমানে অধিকাংশ গ্রাহকই টেকসই পণ্য কিনতে পছন্দ করেন৷ সেই কারণে অনেকেই ছোট কোম্পানির পরিবর্তে বড় ও নামকরা কোম্পানির পণ্য কিনতে পছন্দ করেন৷ ফলে বড় বড় সংস্থার শেয়ার দর বৃদ্ধি পাবে৷ বাজার বিশেষজ্ঞদের মতে, এসি, ফ্রিজ, কুলার প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে হ্যাভেলস ইন্ডিয়ার স্টক সেরা পারফর্ম করতে পারে৷

তাপপ্রবাহে নিজের শরীর ঠান্ডা রাখতে অনেকেই পছন্দ করেন আইসক্রিম৷ গ্রীষ্মকালে ব্যাপক বিক্রি বাডে় আইসক্রিমের৷ ফলে আইসক্রিম প্রস্তুতকারক সংস্থাগুলির শেয়ার দরও বৃদ্ধি পাবে৷ চাহিদা বাডে় বিয়ারেরও৷ এই বছরও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়৷ ভাদিলাল আইসক্রিম থেকে শুরু করে অরুণ বেভারেজ, ইউনাইটেড ব্রিউয়ারিজের মতো সংস্থার শেয়ার বাড়তে পারে৷