• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

লক্ষ্মীলাভের ভরসায় এবারও ধনতেরসে ‘মুহুরৎ ট্রেডিং’

বিএসই- তে সন্ধে ৬টা থেকে ৭টা অবধি চলবে ‘মুহুরৎ ট্রেডিং’। উৎসব ও সংস্কৃতির বিষয়টিকে মাথায় রাখলে, এক ঘণ্টার জন্য চলা এই ট্রেডিং বিনিয়োগের জন্য সত্যিই তাৎপর্যপূর্ণ।

ধনতেরাসে মুহুরত ট্রেডিং। ফাইল চিত্র

‘মুহুরৎ ট্রেডিং’ বিষয়টি এখন খুবই ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। শেয়ার বাজারের ওঠা পড়ার ঝুঁকিকে পরোয়া না করে, উৎসবের শুভ মুহূর্তকেই প্রাধান্য দেয় সাধারণ মানুষ। ধনতেরাস উপলক্ষে এই বিশেষ দিনে, শেয়ার কেনার ধুম পড়ে যায় বিনিয়োগকারীদের মধ্যে। ধবতেরাসে আর্থিকভাবে লাভবান হওয়াই শুধু এর উদ্দেশ্য নয়, বিশেষ এই দিনের ক্রয়কে ‘শুভ’ বলে মনে করেন অনেকেই। চলতি বছরে ১ নভেম্বর এনএসই ও

বিএসই- তে সন্ধে ৬টা থেকে ৭টা অবধি চলবে ‘মুহুরৎ ট্রেডিং’। উৎসব ও সংস্কৃতির বিষয়টিকে মাথায় রাখলে, এক ঘণ্টার জন্য চলা এই ট্রেডিং বিনিয়োগের জন্য সত্যিই তাৎপর্যপূর্ণ।

বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) প্রতি বছর দীপাবলিতে অনুষ্ঠিত হয় এই ‘মুহুরৎ ট্রেডিং’। এই বিশেষ ট্রেডিং সেশন, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘মুহুরৎ’ শব্দের অর্থ হল শুভ সময়। ফলে এই সময়ে নতুন কোনও আর্থিক পদক্ষেপ নেওয়াকে শুভ বলে মনে করা হয়। মাত্র এক ঘণ্টার জন্য চলা এই ট্রেডিংয়ে, বড়সড় বিপর্যয় ছাড়া বছরের এই দিনে নিশ্চিত লাভের মুখ দেখেন বিনিয়োগকারীরা।

‘ধন’ অর্থাৎ সম্পদ, এবং ‘তেরাস’ মানে ত্রয়োদশ দিন, আসলে সমৃদ্ধি এবং স্বাস্থ্যের প্রতীক। এটি সৌভাগ্য এবং সম্পদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই দিনে বিনিয়োগের অর্থের সঙ্গে জুড়ে আছে মানুষের ধর্মীয় ভাবাবেগ। লোকায়ত বিশ্বাস হল, যে-ব্যক্তি আর্থিক বিনিয়োগ করেন এই শুভক্ষণে, তিনি মা লক্ষ্মীর আশীর্বাদ পান এবং তাঁর আগামী বছর সুন্দর ও লাভজনক হয়ে ওঠে। এখন বাঙালিরাও এই স্রোতে গা ভাসিয়ে, শুভ লাভের আশায় ট্রেডিং করেন ধনতেরাসে।