• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

দিল্লিতে অনুষ্ঠিত হল আগামী বিশ্ব বাণিজ্য সম্মেলনের বৈঠক

মুখ্যমন্ত্রী বাদে উপস্থিত ছিলেন তাঁর আর্থিক উপদেষ্টা এবং রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মিসেস বন্দনা যাদব এবং আরও নানা শীর্ষ আধিকারিকেরা।

দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সম্মেলনের বৈঠক। ছবি: সংগৃহীত।

প্রতি বছরই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত হয় বিশ্ব বাণিজ্য সম্মেলন। রাজ্যে শিল্পায়ন এবং বিনিয়োগের জন্যই এই সম্মেলনের আয়োজন করা হয়। এই বারও তা হতে চলেছে। আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি তা অনুষ্ঠিত হবে। শুক্রবার সেই সংক্রান্ত আলোচনার জন্যই বৈঠক ডেকেছিলেন মমতা।

দিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী বাদে উপস্থিত ছিলেন তাঁর আর্থিক উপদেষ্টা এবং রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মিসেস বন্দনা যাদব এবং আরও নানা শীর্ষ আধিকারিকেরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্পপতি এবং বণিকসভার সদস্যরা। বিশ্ব বাণিজ্য সম্মেলনে একাধিক কমিটির উপস্থিতি থাকাতেই আগেভাগে তাই বৈঠক সেরে ফেলা হল।

উল্লেখ্য, গত বারের বিশ্ব বাণিজ্য সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ মোট ১৭টি দেশের ৪ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। ১৫ জন রাষ্ট্রদূতও সশরীরে উপস্থিত ছিলেন। নবান্ন থেকে পাওয়া খবর অনুযায়ী, ইতিপূর্বে আয়োজিত ৬টি শিল্প সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব এসেছে ১৫ লক্ষ কোটিরও বেশি। এর মধ্যে ১০ লক্ষ কোটি টাকারও বেশি প্রস্তাবকে বাস্তব রূপ দেওয়া হয়েছে।