• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

হস্তশিল্প মেলা থেকে হ্যারিকেন, বেতের ঝুড়ি কিনলেন মমতা

বাংলার সব ঐতিহ্যকে লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হবে

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন শেষ হওয়ার পর বৃহস্পতিবার হস্তশিল্প মেলা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলন স্থলের পাশেই এই মেলার আয়োজন করা হয়েছে। সেখানে রয়েছে ৫০টিরও বেশি স্টল। এই স্টলগুলিতে তাঁতের শাড়ি, ইলেক্ট্রিকের হ্যারিকেন, বেতের ঝুড়ি ইত্যাদি বিক্রি হচ্ছিল। এদিনের মেলা থেকে জিনিসপত্র কেনার পাশাপাশি মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।
মেলায় উপস্থিত থেকে এদিন সব হস্তশিল্পীদের উৎসাহ দিতে দেখা যায় মমতাকে। ভালো ভালো জিনিস তৈরির জন্য হস্তশিল্পীদের অভিনন্দন জানান তিনি। মেলা থেকে বেরিয়ে মমতা যান বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের অ্যানেক্স বিল্ডিংয়ে। সেখানে তিনি থ্রি ডি হল পরিদর্শন করেন।
এখানে বাংলার সব ঐতিহ্যকে লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হবে। লাইটিং শোয়ের মাধ্যমে উঠে আসবে সুন্দরবনের বাঘ থেকে শুরু করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। দিঘার সমুদ্রসৈকত থেকে শুরু করে দার্জিলিঙের পর্যটন। এর নামকরণ করা হতে পারে ‘বাংলা দেখো’। মমতা এদিন থ্রি ডি হল পরিদর্শনের পরই নামকরণের বিষয়টি জানান।