• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রেকর্ড হারে সোনার বার ও কয়েন কিনছেন ভারতীয়রা

ক্রয়মূল্য ১০ বিলিয়ন ডলার ছুঁয়েছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

সোনার দাম লাগাতার বাড়তে থাকলেও বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে সোনাকেই বেছে নিচ্ছেন ভারতীয় ক্রেতারা। বিশ্ব সোনা পরিষদ অর্থাৎ ডব্লিউজিসি’র সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি অর্থবছরে ভারতে সোনার বার ও কয়েন কেনাবেচার পরিমাণ রেকর্ড পরিমাণে বেড়েছে। হিসেব অনুযায়ী, ভারতীয় ক্রেতারা দেশজুড়ে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ দামের সোনা কিনেছেন।

বিশেষজ্ঞদের মতে, বাজারে শেয়ার ও মিউচুয়াল ফান্ডে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় বহু বিনিয়োগকারী সোনা কিনতেই আগ্রহী হয়েছেন। শুধু বড় শহর নয়, ছোট শহর ও গ্রামাঞ্চলেও পাকা সোনা কেনার হিড়িক পড়ে গিয়েছে। বিশ্ব সোনা পরিষদের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার সোনার কয়েন ও বার বিক্রি বেড়েছে প্রায় ১২ শতাংশ।

Advertisement

মুম্বই, আহমেদাবাদ, দিল্লি ও চেন্নাইয়ের বড় বড় গয়না বিক্রেতারা জানিয়েছেন, উৎসবের মরসুমে খুচরো পাকা সোনা ও হলমার্কযুক্ত (৯১৬) গহনার বিক্রি আগের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। অনেকে ভবিষ্যতের জন্য সঞ্চয় হিসেবেও সোনার বার কিনছেন।

Advertisement

ডব্লিউজিসি-র রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম দ্রুত বাড়তে থাকলেও ভারতীয় বাজারে চাহিদা কমেনি। বরং, উৎসব ও বিবাহ মরসুমে তা আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে।

প্রসঙ্গত, ‘৯৯৫০ মাত্রার বিশুদ্ধ সোনা মানে পাকা সোনা’, ‘৯৯৫০ বিশুদ্ধতার সোনার ছোট অংশ মানে খুচরো পাকা সোনা’, আর ‘হলমার্কযুক্ত (৯১৬) সোনা মানে গহনা সোনা’। এর ফলে ক্রেতারা এখন আরও সচেতনভাবে বিনিয়োগ করছেন।

Advertisement