• facebook
  • twitter
Thursday, 13 February, 2025

সাইবার অপরাধ তদন্তে ভারত-মার্কিন সমঝোতাপত্র স্বাক্ষর

দুই দেশের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে, এই সমঝোতাপত্রটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে

প্রতীকী চিত্র

আমেরিকার ৪৭ তম রাষ্ট্রপতি হিসাবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতালাভের কয়েকদিন আগেই, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সাইবার অপরাধ তদন্তে সহযোগিতা বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কাওয়াত্রা এবং বিদায়ী জো বাইডেন প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)-এর ভারপ্রাপ্ত মার্কিন উপ-সচিব মিসেস ক্রিস্টি কানেগালো এতে স্বাক্ষর করেন।

ভারত থেকে, ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (আই৪সি) স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) এই সমঝোতাপত্র বাস্তবায়নের জন্য দায়বদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে, এটি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এবং এর উপাদান সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ও হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন সাইবার ক্রাইমস সেন্টার (সি৩) রয়েছেন এর দায়িত্বে।
এই সমঝোতাপত্র দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলিকে অপরাধমূলক তদন্তে সাইবার থ্রেট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ফরেনসিক বিহেভিয়ারের ক্ষেত্রে সহযোগিতা ও প্রশিক্ষণের মাত্রা বাড়ানোর অনুমতি দেয়। সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা, সন্ত্রাসে অর্থায়ন, মাদক পাচার, সংগঠিত অপরাধ, মানব পাচার, অবৈধ অভিবাসন, অর্থ পাচার এবং পরিবহন সুরক্ষার মতো, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নিরাপত্তা চ্যালেঞ্জের সঙ্গে সাইবার অপরাধের জটিল যোগসূত্র রয়েছে।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সাইবার অপরাধ তদন্ত সংক্রান্ত এই সমঝোতাপত্র, ভারত-মার্কিন নিরাপত্তা সহযোগিতাকে আরও জোরদার করবে। সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে, এই সমঝোতাপত্রটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।