অনেকেই ঘন ঘন চেকে টাকা পেমেন্ট করেন কিংবা চেকের মাধ্যমে টাকা নেন। তাঁদের জন্য বড় ঘোষণা করেছে ভারতের প্রথম সারির বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই। তারা জানিয়েছে, চেক ক্লিয়ার হওয়ার জন্য আর এক-দু’দিন দিন অপেক্ষা করতে হবে না। চলতি বছর ৪ অক্টোবর থেকে চেক জমা দেওয়ার দিনই সেটি ক্লিয়ার হবে। আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুসারে এই পরিষেবা চালু করা হচ্ছে। এর ফলে অ্যাকাউন্টে লেনদেন আরও সহজ হবে এবং ব্যাঙ্কিং পরিষেবায় গতিও আসবে। একই সঙ্গে গ্রাহক পরিষেবার মানও বৃদ্ধি পাবে।
বর্তমানে অধিকাংশ ব্যাঙ্কেই চেক ক্লিয়ার হতে সাধারণত এক বা দু’দিন দিন সময় লাগত। প্রথম দিনে চেক স্ক্যান করা হয়, পরের দিন ক্লিয়ারেন্স করা হয়। তবে, আরবিআই এই প্রক্রিয়াটিকে আরও দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। ব্যাঙ্কগুলি এখন সারা দিন চেক স্ক্যান করবে এবং সরাসরি ক্লিয়ারিং হাউসে পাঠাবে। ক্লিয়ারিং হাউস অবিলম্বে সেটি সংশ্লিষ্ট ব্যাঙ্কে চেক পাঠাবে। গোটা প্রক্রিয়াটি নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে। তার ফলে সংশ্লিষ্ট চেকটি একই দিনে ক্লিয়ার করা হবে। ৪ অক্টোবর থেকে এই ব্যবস্থা চালু হবে। ওই দিন ব্যাঙ্কগুলি সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সমস্ত চেক স্ক্যান করে দ্রুত ক্লিয়ারিং হাউসে পাঠানো হবে। এক্ষেত্রে ব্যাঙ্কের এই নির্ধারিত সময়ের আগে আপনাকে চেক জমা দিতে হবে। সেক্ষেত্রে চেকগুলি একই দিনে ক্লিয়ার করা হবে।
Advertisement
Advertisement
Advertisement



