• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নববর্ষে লাভের খুশি শেয়ার বাজারে

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প অটো সেক্টরের শুল্কে স্থগিতাদেশের ইঙ্গিত দিতেই নতুন করে জোর পেয়েছে শেয়ার বাজার। 

প্রতীকী চিত্র

পয়লা বৈশাখে নিয়োগকারীদের মন খুশিতে ভরিয়ে দিয়েছে শেয়ার বাজার। মঙ্গলবার এক লাফে সেনসেক্স উঠেছে দেড় হাজার পয়েন্ট। অন্যদিকে নিফটি ৫০ উঠেছে সাড়ের চারশো পয়েন্ট। গত কয়েকদিন ধরে ট্রাম্পের শুল্ক কোপে বাজারে যে পতন চলছিল তা ঝেড়ে ফেলে স্বস্তি দিয়েছে ট্রাম্পের শুল্কে সাময়িক নিষেধাজ্ঞা। অটো সেক্টরের শুল্কেও ছাড় সোনায় সোহাগার মত কাজ করেছে।  শেয়ার বাজারে দেখা গিয়েছে নতুন গতি।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প অটো সেক্টরের শুল্কে স্থগিতাদেশের ইঙ্গিত দিতেই নতুন করে জোর পেয়েছে শেয়ার বাজার। বাজার সূত্রে খবর, মঙ্গলবার বেলা ১০টা পর্যন্ত সেনসেক্স ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এসে ঠেকেছে ৭৬ হাজার ৭৫৭ পয়েন্টে।

Advertisement

অন্যদিকে, এই একই সময়কালে নিফটি ৫০ ২ শতাংশ বৃদ্ধি পেয়ে এসে ঠেকেছে ২৩ হাজার ৩১২ পয়েন্টে।

Advertisement

এদিন সেনসেক্সের সঙ্গে লাফ মারতে দেখা গিয়েছে ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারগুলিকেও।
এক ঝটকায় এইচডিএফসির শেয়ার বাড়ল ৩.৬২ শতাংশ। আইসিআইসিআই- এর শেয়ারের দর বেড়েছে ২.৬৫ শতাংশ। ইঞ্জিনিয়ারিং সংস্থা এল অ্যান্ড টি-র দাম বেড়েছে ৩.৯৭ শতাংশ।
টাটা মোটরসের শেয়ারের দর বেড়েছে ৫ শতাংশের অধিক। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দর বেড়েছে ৩.৭৪ শতাংশ।তবে এমন কিছু সংখ্যাও রয়েছে যাঁদের শেয়ার পড়তেও দেখা গিয়েছে। যেমন–  আইটিসি ০.১৩ শতাংশ পড়েছে, হিন্দুস্তান ইউনিলিভার ০.১১ শতাংশ পড়ে গিয়েছে।

Advertisement