বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “বাংলার হাট” নামে একটি হস্তশিল্প সম্ভারের উদ্বোধন করলেন। এই প্রদর্শনী কেন্দ্রটি নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশেই। যেখানে এই সম্ভারের উদ্বোধন করা হয়েছে, সেই প্রদর্শনী কেন্দ্রটিরও ‘রূপান্ন’ নামে আলাদা নামকরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই এই নাম দিয়েছেন। সদ্য শুরু হওয়া ‘বাংলার হাট’-এ প্রতি ১৫ দিন অন্তর চার জেলার কারুকার্য এবং জি.আই ট্যাগ প্রাপ্ত সামগ্রী নিয়ে প্রদর্শনী হবে। মুখ্যমন্ত্রী নিজেই তাঁর সামাজিক মাধ্যমে সেই উদ্বোধনী অনুষ্ঠানের ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
মুখ্যমন্ত্রী জানান, ‘প্রত্যন্ত গ্রাম বাংলার হস্তশিল্প তৈরির কারিগররা আজকের দিনটির প্রতীক্ষায় ছিলেন। এই রাজ্যের প্রতিটি জেলার একাধিক কারুকার্য রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা ভারতবর্ষ পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে। সেইসব শিল্প ও শিল্পীরা শুধু আমারই নয়, বাংলারও গর্ব। তাঁদের কাজে বাংলার সাবেকিয়ানার যেমন ছোঁয়া থাকে, তেমনই থাকে বাংলার কৃষ্টির মেলবন্ধন। লক্ষণীয়, উৎপাদিত পণ্যের মধ্যে থাকে তাঁদের ব্যক্তিগত আন্তরিকতার ছাপ। এই ধরনের সমস্ত জেলার হস্তশিল্প উঠে এসেছে এই বাংলার হাটে। হস্তশিল্পী ও আগত সৃজনচেতা ক্রেতা-বিক্রেতা ভাইবোনদের আমার শুভকামনা।’
Advertisement
Advertisement
Advertisement



