• facebook
  • twitter
Thursday, 6 February, 2025

‘মেয়েরা’ গ্রুপের ব্যবসায়িক উদ্যোগ

পুরো অনুষ্ঠানটির আবহ সৃষ্টি করেছেন জয়জিৎ ঘোষ

ফাইল চিত্র

সম্প্রতি সুজাতা সদনে অনুষ্ঠিত হল ‘মেয়েরা’ গ্রুপ আয়োজিত ফ্যাশন শো ‘Anybody Can Walk’, সিজন ২। মৌমিতা ঘোষ পরিচালিত ১৫০০ মহিলার একটি গ্রুপ ‘মেয়েরা’ এবং এই গ্রুপের উদ্দেশ্য হল, একে অপরের পাশে দাঁড়ানো, সামগ্রিকভাবে একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়া, যার যা প্রতিভা আছে, তা প্রকাশিত করা, বৃহত্তর জগতের আরও বড় বড় চ্যালেঞ্জের জন্য মেয়েদের তৈরি করা। বিভিন্ন উদ্যোগের মধ্যে এই ফ্যাশন শো একটি উল্লেখযোগ্য উদ্যোগ যেখানে এগারো জন মহিলা ডিজাইনার অংশগ্রহণ করেছিলেন।

এই ডিজাইনাররা মূলত বাড়ি থেকে তাঁদের ব্যবসা চালান, তাঁরা ফ্যাশন শোয়ের কথা ভাবতেই পারেন না। তাঁরা যাতে নিজেদের প্রতিভা দেখাতে পারেন সকলের সামনে এবং আগামী দিনে তাঁদের ব্যবসা বাড়ে, তার জন্য‌ই এই উদ্যোগ। ষোল জন মডেল যাঁরা সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে এসেছেন, তাঁরা বয়স, গায়ের রঙ, বডি শেপ সব কিছুর ঊর্ধ্বে উঠে উদযাপন করেন নারীত্ব।

মৌমিতার আকাঙ্ক্ষা, এই অনুষ্ঠানের ক্যাচ লাইন ‘বুড়িয়ে গেলেও‌ ফুরিয়ে যাবো না’ ছড়িয়ে পড়ুক প্রতিটি মেয়ের অন্তরে। স্বপ্নপূরণ গ্রুপের ষোল জন মহিলা মেক আপ আর্টিস্ট এই মডেলদের সাজিয়ে তুলেছেন। পুরো অনুষ্ঠানটির আবহ সৃষ্টি করেছেন জয়জিৎ ঘোষ। বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক  শুভ্রজিৎ মিত্র, কবি চৈতালী চট্টোপাধ্যায়, অভিনেত্রী বৃষ্টি রায় প্রমুখ। ফ্যাশন, স্টাইল ও পড়ন্ত বয়সে জীবনকে, আত্মবিশ্বাসকে ফিরে পেতে‌ ‘মেয়েরা’ গ্রুপের ও মৌমিতার এই উদ্যোগে মহিলারা যুক্ত হোন, স্বাবলম্বী হোন, এটাই উদ্দেশ্য।