• facebook
  • twitter
Friday, 4 October, 2024

প্রকাশিত হল ভিঞ্চিদার পোস্টার

প্রকাশিত হল ভিঞ্চিদার পোস্টার।২২শে শ্রাবণ, চতুষ্কোণের পর এটি সৃজিত মুখার্জির তৃতীয় থ্রিলার ছবি।

ভিঞ্চিদা

প্রকাশিত হল ভিঞ্চিদার পোস্টার। সৃজিত মুখার্জির পরিচালনা। ২২শে শ্রাবণ, চতুষ্কোণের পর এটি সৃজিত মুখার্জির তৃতীয় থ্রিলার ছবি। প্রযোজনার দায়িত্বে রয়েছে ভেঙ্কটেশ ফিল্মস। প্রযোজনার সংস্থার তরফেই শেয়ার করা হয়েছে পোস্টারটি। সেই সঙ্গে লেখা হয়েছে যে,বহু মুখের সঙ্গে দেখা করতে আসছে একটি মুখ। সিনেমাটিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্‌টাচার্যের মতো শিল্পীরা। এর আগে সৃজিত মুখার্জির ‘নির্বাক’ চলচ্চিত্রে কাজ করেছেন ঋত্বিক। আর সোহিনী কাজ করেছেন ‘রাজকাহিনী’তে। ‘ভিঞ্চিদা’ সম্পর্কে সৃজিত আগেই জানিয়েছিলেন যে, বাইশে শ্রাবণ এবং চতুষ্কোণের থেকেও জোরালো হবে এই ছবির গল্প। ছবিটি মুক্তি পেতে চলেছে এপ্রিলে। যদিও সঠিক তারিখ এখনও জানা যায়নি।