• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

অবস্থা স্থিতিশীল, আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন মনোজ মিত্র

আগের চেয়ে অনেকটাই সুস্থ নাট্যকার-অভিনেতা মনোজ মিত্র। আজ, রবিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে তাঁকে। মনোজ মিত্রের ভাই তথা সাহিত্যিক অমর মিত্র একটি সংবাদ মাধ্যমকে বলেন, 'আমি হাসপাতালে যাইনি। তবে, আজ দাদা বাড়ি ফিরছেন।'

আগের চেয়ে অনেকটাই সুস্থ নাট্যকার-অভিনেতা মনোজ মিত্র। আজ, রবিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে তাঁকে। মনোজ মিত্রের ভাই তথা সাহিত্যিক অমর মিত্র একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি হাসপাতালে যাইনি। তবে, আজ দাদা বাড়ি ফিরছেন।’ দুর্গাপুজোর আগে বর্ষীয়ান অভিনেতাকে বাড়ি ফিরিয়ে দিতে পেরে খুশি চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মনোজ মিত্রের বয়স বেশি হওয়ায় হাসপাতালে দীর্ঘ সময় রাখা হলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। সেই কারণেই তাঁকে বাড়িতে পাঠানো হচ্ছে। বাড়িতেও কড়া পর্যবেক্ষণে রাখা হবে মনোজ মিত্রকে। বার্ধক্যজনিত কারণে তাঁর কিডনি এবং হৃদযন্ত্রের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

গত রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মনোজ মিত্রকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, মনোজ মিত্রের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। হার্ট পাম্পের সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ক্রিয়েটিনিন এবং সোডিয়াম-পটাশিয়াম সমস্যাতেও ভুগছেন তিনি।

Advertisement

এর আগে ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কলকাতার এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হন তিনি। পেশমেকার বসানোর পর কিছুটা সুস্থ হন অভিনেতা। কয়েকদিনের মধ্যে বাড়িও ফিরে যান বছর-৮৬’র এই অভিনেতা।

১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে জন্মগ্রহণ করেন মনোজ মিত্র। ১৯৫৭ সালে কলকাতার থিয়েটার শুরু করেন তিনি। ১৯৭৯ সালে বড়পর্দায় পা দেন মনোজ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেন।

সিরিয়াল, নাট্যমঞ্চের পাশাপাশি চুটিয়ে সিনেমাতেও অভিনয় করেছেন মনোজ। তপন সিনহা, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চ্যাটার্জি, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন মনোজ মিত্র।

Advertisement