সঙ্গীত জগতে এক উজ্জ্বল নক্ষত্রের পতন। প্রয়াত উস্তাদ জাকির হোসেন। রবিবার রাতে এই কিংবদন্তি তবলাবাদকের প্রয়াণে সঙ্গীতজগতে নেমে এসেছে শোকের ছায়া।
তিনি সানফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাতে আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেজন্য দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। তাঁর রক্তচাপজনিত সমস্যা দেখা দেয়। সেজন্য হার্টের সমস্যার সৃষ্টি হয়। ফলে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
Advertisement
হাসপাতালে ভর্তির পর শিল্পীর পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছিল, তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র উস্তাদ জাকির হোসেন অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিল্পীকে সানফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে শিল্পীর অনুরাগীদের কাছে জাকির হোসেনের সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ জানানো হয়। বাতিল করা হয় কলকাতার অনুষ্ঠান।
Advertisement
এরপরই রবিবার সন্ধ্যায় মৃত্যুর খবর সামনে আসে। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতেই মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে শোকবার্তা জ্ঞাপন করেন। তিনি লেখেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক উস্তাদ জাকির হোসেনের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। দেশের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারকে আমি আন্তরিক সমবেদনা জানাই।”
এছাড়া উস্তাদ জাকির হোসেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, “উস্তাদ জাকির হোসেনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি একজন সত্যিকারের প্রতিভা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।” তাঁর প্রয়াণের খবর পেয়ে শিল্পীর সঙ্গে অতীত দিনের ঘটনার স্মৃতিচারণ করেছেন অভিনেতা কমল হাসান।
Advertisement



