• facebook
  • twitter
Monday, 15 December, 2025

নতুন বছরের নতুন ছবি

২০২৫-এর ঝুলিতে আছে মুক্তি আসন্ন ‘হাউসফুল ৫’, ‘দ্য দিল্লি ফাইলস’ এবং ‘বাগী ৪’। ‘হাউসফুল ৫’, একটি স্টারপ্যাকড ছবি।

নতুন বছর মানেই একগুচ্ছ নতুন ছবি রিলিজের অপেক্ষায়। কঙ্গনা রানাওয়াত, সলমান খান, আমির খান, অজয় দেবগন, আলিয়া ভট, ঋষভ শেট্টি এবং রাম চরণ-সহ অন্যান্য অভিনেতাদের ছবিগুলি নতুন বছরে মুক্তির জন্য অপেক্ষায় রয়েছে। অনুরাগীরাও ভিকি কৌশল, কমল হাসান, প্রভাস এবং জাহ্ণবী কাপুরের ছবি দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন। ২০২৫ সালে মুক্তি আসন্ন ছবিগুলি কী, একবার জেনে নেওয়া যাক।

রাম চরণ এবং কিয়ারা আডভানির বহুল প্রতীক্ষিত ছবি ‘গেম চেঞ্জার’, ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এস শঙ্কর পরিচালিত ছবিটিতে দেখা যাবে একজন আইএএস অফিসারের গল্প, যিনি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়াই করেন।

Advertisement

রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি এবং অজয় দেবগনের ভাগ্নে আমান দেবগন, বহু প্রতীক্ষিত ছবি ‘আজাদ’-এর সুবাদে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। অভিষেক কাপুর পরিচালিত ‘আজাদ’, মুক্তি পাচ্ছে ১৭ জানুয়ারি। এই ছবিতে অজয়ও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

Advertisement

কঙ্গনা রানাওয়াতের বহুল প্রতীক্ষিত ছবি ‘ইমার্জেন্সি’, আগামী ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কঙ্গনা এতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটির চিত্রনাট্য কঙ্গনার। পরিচালনা এবং সহ-প্রযোজনাও তাঁরই। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়স তালপাডে, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান এবং প্রয়াত সতীশ কৌশিক।

ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’। মারাঠা সম্রাট এবং শিবাজি মহারাজের পুত্র, ছত্রপতি সম্ভাজির জীবনীমূলক গল্প। দীনেশ ভিজান প্রযোজিত এবং লক্ষ্মণ উটেকার পরিচালিত এই ছবিতে, ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকাতেই রয়েছেন ভিকি। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না অভিনয় করেছেন। এই ছবিতে এঁরা ছাড়াও আছেন রশ্মিকা মান্দানা।

সলমান খানকে শীঘ্রই তাঁর অ্যাকশনধর্মী ছবি ‘সিকন্দর’-এ দেখা যাবে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এ আর মুরুগাদস পরিচালিত ছবিটি, এবছরের ঈদে অর্থাৎ ৩০ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতে সলমানের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে।
মারুতি পরিচালিত ছবি ‘দ্য রাজাসাব’-এ অভিনয় করবেন প্রভাস। পিপল মিডিয়া ফ্যাক্টরির ব্যানারে, টিজি বিশ্ব প্রসাদ প্রযোজিত এই ছবিটি ১০ এপ্রিল তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালয়ালম- এই পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অজয় দেবগন অভিনীত ‘রেইড ২’, প্রেক্ষাগৃহে আসবে ১ মে । এর পাশাপাশি বহুদিন পর ভক্তরা কমল হাসানকে ‘ঠগ লাইফ’-এ দেখতে পাবেন। এই ছবি মুক্তি আসন্ন ৫ জুন। ছবিটি একটি গ্যাংস্টার ড্রামা। পরিচালনা করেছেন মণি রত্নম এবং সহ-প্রযোজনা করেছেন রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল ও মাদ্রাজ টকিজ।

২০২৫-এর ঝুলিতে আছে মুক্তি আসন্ন ‘হাউসফুল ৫’, ‘দ্য দিল্লি ফাইলস’ এবং ‘বাগী ৪’। ‘হাউসফুল ৫’, একটি স্টারপ্যাকড ছবি। এতে রয়েছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনম বাজওয়া এবং নার্গিস ফকরি। তরুণ মনসুখানি পরিচালিত ছবিটি ৬ জুন মুক্তি পাবে।

আমির খানের পরবর্তী ছবি ‘সিতারে জমিন পর’ ২০২৫ সালের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আসন্ন ছবিটি তাঁর ২০০৭ সালের ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল, যা দর্শকমহলে বিপুল প্রশংসা পেয়েছিল।

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য দিল্লি ফাইলস’ ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এদিকে ‘বাগী ৪’-এ দেখা যাবে টাইগার শ্রফ ও সোনম বাজওয়াকে। এ হর্ষ পরিচালিত ছবিটির মুক্তির তারিখ ৫ সেপ্টেম্বর।

ঋষভ শেট্টিকে দেখা যাবে ‘কান্তারা: চ্যাপ্টার ২’ ছবিতে, যা সাতটি ভাষায় মুক্তি পাবে। ছবিটির পটভূমি ৩০০ থেকে ৪০১ খ্রিস্টাব্দের মধ্যে, কর্ণাটকের আধুনিক উত্তর কন্নড় অঞ্চলে কদম্ব রাজবংশের রাজত্বকালে। এই পৌরাণিক থ্রিলারটি এবছর ২ অক্টোবর মুক্তি পাবে।
এছাড়া ‘১২০ বাহাদুর’, ‘দে দে পেয়ার দে ২’ ছবি দুটিও মুক্তি পাবে এবছর। ফারহান আখতারের সামরিক অ্যাকশন ছবি ‘১২০ বাহাদুর’-এর মুক্তির তারিখ ২১ নভেম্বর। ‘দে দে পেয়ার দে ২’-এ অভিনয় করবেন অজয় দেবগন, রকুল প্রীত সিং এবং আর মাধবন। এটি ১৪ নভেম্বর রিলিজ করতে প্রস্তুত। আয়ুষ্মান খুরানা অভিনীত ‘থামা’ দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

যশ রাজ ফিল্মসের পরবর্তী স্পাই ইউনিভার্স ছবি ‘আলফা’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভট এবং শর্বরী। নতুন বছরের শেষে, ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। প্রথম ফিমেল লিডের এই ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স ছবিটির নির্দেশক শিব রাওয়াল।

Advertisement