মারণ ভাইরাস করােনা সংক্রমণ এড়াতে রাজ্য সরকার নাইট কার্ফু জারি করেছে। রাত ৯ টা থেকে ভাের পর্যন্ত চলছে এই নাইট কাফু। জরুরি প্রয়ােজন ছাড়া বাড়ির বাইরে অযথা ঘুরাঘুরি কমাতে রাজ্য পুলিশের চলছে এই নাকা চেকিং।
গত শুক্রবার রাতে সল্টলেকের রাস্তায় দেখা যায় টলিউড অভিনেত্রী ইশা সাহাকে গাড়ি নিয়ে ঘুরাঘুরি করতে। পুলিশের তরফে গাড়ির চালককে রাতের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে চালক কোন সদুত্তর দিতে পারেননি টহলকারী পুলিশ অফিসারদের কাছে।
Advertisement
এজন্য মােটর ভেইকেলস আইনে মামলা দাখিল করে পুলিশ। এই নাকা চেকিং এর সময় ওই গাড়ির পেছন সিটে বসেছিলেন অভিনেত্রী। তিনি অবশ্য কোন মন্তব্য করেননি।
Advertisement
Advertisement



