• facebook
  • twitter
Sunday, 21 December, 2025

অস্কারের দৌড়ে ‘দ্য জেব্রাজ’

অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নের ক্ষেত্রে এবার শামিল প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’।

অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নের ক্ষেত্রে এবার শামিল প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’। অস্কারের মূল প্রতিযোগিতায় আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনেতার মতো গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম ক্ষেত্রে লড়াই করছে এই সিনেমা।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক অনীক চৌধুরী নির্মাণ করেছেন ছবিটি। এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর ওপর ভিত্তি করে। আগামী দিনে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে প্রভাব বিস্তার করবে এবং ধীরে ধীরে কীভাবে পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, সেই বিষয় নিয়েই টানটান উত্তেজনাময় এই সিনেমা। ছবিতে প্রিয়াঙ্কা সরকার ছাড়াও অভিনয় করেছেন শারীব হাসমি ও ঊষা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

Advertisement

Advertisement