• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

রঘু ডাকাতের কাহিনী এবার পর্দায়

রঘু ডাকাতের ভূমিকায় থাকছেন সুপারস্টার দেব। আবেগমিশ্রিত একটি অতুলনীয় আখ্যান বা লোককাহিনীকে তুলে ধরতে, ইতিহাসের অতলে ডুব দিয়েছেন নির্দেশক।

ফাইল চিত্র

এসভিএফ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস ইতিমধ্যেই তাদের ২০২৫-এর পুজো রিলিজের কথা ঘোষণা করেছে। পুজোয় মুক্তি পাবে ‘রঘু ডাকাত’ ছবিটি। আপাতত ছবির পোস্টার উন্মোচন হয়ে গিয়েছে। ধ্রুব ব্যানার্জি নির্দেশিত এই ছবির কাহিনীতে ধরা পড়েছে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং রঘু ডাকাতের জীবনের নানা ঘটনা।

রঘু ডাকাতের ভূমিকায় থাকছেন সুপারস্টার দেব। আবেগমিশ্রিত একটি অতুলনীয় আখ্যান বা লোককাহিনীকে তুলে ধরতে, ইতিহাসের অতলে ডুব দিয়েছেন নির্দেশক। ১৮ শতকের এক অস্থিরতার সময়কাল ধরা দেবে পর্দায়। পোস্টারে রঘু ডাকাত হিসাবে দেবের চেহারার এক ঝলক ইতিমধ্যেই দেখে নিয়েছেন দর্শক।

Advertisement

Advertisement

Advertisement