• facebook
  • twitter
Thursday, 12 June, 2025

নির্দেশনায় এলেন বোমান

অভিনেতা জীবনের ২৩ বছর পর, বোমান ইরানি এবার পরিচালকের ভূমিকায়। ‘দ্য মেহতা বয়েজ’ ছবিটির সূত্রে পরিচালনায় হাতেখড়ি হচ্ছে এই অভিনেতার।

অভিনেতা জীবনের ২৩ বছর পর, বোমান ইরানি এবার পরিচালকের ভূমিকায়। ‘দ্য মেহতা বয়েজ’ ছবিটির সূত্রে পরিচালনায় হাতেখড়ি হচ্ছে এই অভিনেতার। সম্পর্কের এক জটিল সমীকরণ, যেখানে বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েনের গল্প উঠে এসেছে ছবিতে। ঘটনাটি ঘটে কারণ তারা একসাথে ৪৮ ঘন্টা কাটাতে বাধ্য হয়! বোমান নিজেই বাবার ভূমিকায় অভিনয় করেছেন এবং অবিনাশ তিওয়ারি রয়েছেন ছেলের চরিত্রে।

সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। ট্রেলারে কী আছে? দেখা যায় অবিনাশের চরিত্রটি তার বৃদ্ধ বাবাকে প্রথমবার স্বল্প সময়ের জন্য তার বাড়িতে নিয়ে এসেছে। বোমানের চরিত্রটি এই ব্যবস্থার ছোটখাটো অসুবিধাগুলি মোটেই মেনে নিতে পারেন না। কারণ বিল্ডিংয়ের সবচেয়ে উপরের তলায় ফ্ল্যাটটির অবস্থান। সেই সঙ্গে আরও এক তলা সিঁড়ি বেয়ে ওঠার কষ্টও আছে, কারণ তাঁর ছেলে সেখান থেকে বহু নীচে শহরের দৃশ্যটি উপভোগ করে।

বাবা-ছেলের সম্পর্কের অস্থিরতা ধরা পড়ে নানা মতবিরোধ ও তর্কের মধ্যে দিয়ে। কে বিছানায় ঘুমবে এবং কে সোফায়, তা নিয়েও হয় মতান্তর। বৃষ্টির দিনে ছেলেকে গাড়ি চালানো থেকে বিরত রাখার জন্য ব্রেক কষে দেন বাবা। এমনই নানা ছোট বড় বিরোধ পেরিয়ে, বিমানবন্দরে ছেলের সঙ্গে বহু দ্বিধায় হাত মেলানো দিয়ে শেষ হয় ট্রেলারটি ।

বোমান অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী লেখক আলেকজান্ডার ডিনেলারিসের সঙ্গে ছবিটির কো-রাইটার হিসেবে কাজ করেছেন। বোমান এক বিবৃতিতে বলেন, ‘একজন বাবা-মা এবং একটি সন্তানের মধ্যে জটিল বন্ধন আমাকে সবসময় কৌতূহলী করে তুলত। এই গল্পটি সেই গভীর মানবিক আবেগকেই তুলে ধরে।’ ছবিতে আরও যারা অভিনয় করেছেন, তাঁদের মধ্যে আছেন শ্রেয়া চৌধুরী ও পূজা স্বরূপ।

এই ছবিটি ইতিমধ্যেই ফেস্টিভ্যাল সার্কিটে সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ১৫ তম শিকাগো দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে (সিএসএএফএফ) এটির বিশ্ব প্রিমিয়ার হয়েছিল, যেখানে এটি সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছিল। ‘দ্য মেহতা বয়েজ’ ছবিটি প্রযোজনা করেছেন দানেশ ইরানি, ভিকেশ ভুটানি এবং সুজাত সৌদাগর। ইরানি মুভিটোন এলএলপি-র ব্যানারে, চকবোর্ড এন্টারটেইনমেন্ট-এর সহযোগিতায়, এটি ৭ ফেব্রুয়ারি প্রাইম ভিডিও ইন্ডিয়ায় মুক্তি পাবে।