• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শ্বশুর অমিতাভের জন্য মিষ্টি শুভেচ্ছা ঐশ্বর্যর

রবিবার ছিল অমিতাভ বচ্চনের ৭৮ তম জন্মদিন। দেখতে দেখতে আরও একটা বসন্ত পার করে ফেললেন বলিউডের অ্যাংরি ওল্ড ম্যান। বিগ বি’র জন্মদিনে উপচে পড়ে শুভেচ্ছাবার্তা।

আরাধ্যা, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন (Photo: Instagram/@aishwaryaraibachchan_arb)

রবিবার ছিল অমিতাভ বচ্চনের ৭৮ তম জন্মদিন। দেখতে দেখতে আরও একটা বসন্ত পার করে ফেললেন বলিউডের অ্যাংরি ওল্ড ম্যান। বিগ বি’র জন্মদিনে উপচে পড়ে শুভেচ্ছাবার্তা। বলিউড থেকে শাহেনশার গুণমুগ্ধ ভক্তরা কেউই পিছিয়ে ছিলেন না এই বিশেষ দিনে শুভেচ্ছা জানানাে থেকে।

জুলাই মাসে করােনার কবলে পড়েছিল বচ্চন পরিবার। তাই এই কঠিন পরিস্থিতিতে বাড়তি সতর্কতা ছিল বচ্চন পরিবারে। তবে অমিতাভ বচ্চনের জন্মদিনে সকলে একজোট হয়ে সেলিব্রেট করার সুযােগ হাতছাড়া করেনি পরিবার। বিগ বি’র জন্মদিন উপলক্ষ্যে বচ্চন পরিবারের ড্রেস কোড ছিল সাদা।

Advertisement

এদিন বিগ বি’কে শুভেচ্ছা জানাতে দুটি মিষ্টি পােস্ট করেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখানে একটি ছবিতে সাদা হুডিতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। সাদা গাউন ফ্রক পরেছিলাে ছােট্ট আরাধ্যা। অ্যাশের পরনেও ছিল সাদা সালােয়ার।

Advertisement

ছবি ক্যাপশনে ঐশ্বর্য লেখেন, শুভ জন্মদিন প্রিয় দাদাজি ও পা। অনেক ভালােবাসা। সুস্থ থাকুন। শান্তিতে থাকুন আর খুশিতে থাকুন সব সময়।

Advertisement