পানামা পেপারস: ইডি’র সমন ঐশ্বর্যকে

পেপার্স পানামা মামলায় ঐশ্বর্য রাই বচ্চনকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নতুন নয়, পানামা পেপার্স মামলায় পরিবারের বচ্চন নাম গোড়াতেই উঠে এসেছিল।

Written by SNS Mumbai | December 22, 2021 12:00 am

ঐশ্বর্য রায় (Photo:SNS)

পেপার্স পানামা মামলায় ঐশ্বর্য রাই বচ্চনকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নতুন নয়, পানামা পেপার্স মামলায় পরিবারের বচ্চন নাম গোড়াতেই উঠে এসেছিল। দীর্ঘদিন ধরে পানামা পেপার্স মামলা চলছে। আজ দিল্লির লোকনায়ক ভবনে ইডি দফতরে তাকে ইডি আধিকারিকরা তাঁকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট সম্পর্কিত বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন।

এর থেকেই স্পষ্ট ইডি পানামা পেপার্স মামলায় বচ্চন পরিবারের সদস্যদের বিরুদ্ধে সক্রিয় ভাবে তদন্তে নেমেছে। ঐশ্বর্য রাইকে আগেও দু’বার সমন পাঠানো হয়েছিল। এই মামলায় দেশের তাবড় তাবড় ব্যক্তিত্বদের তলব করেছে ইডি।

পানামা পেপার্স মামলায় ভারতের প্রায় ৫০০ জনের নাম জড়িয়েছে। তাদের মধ্যে অভিনেতা, ক্রীড়া জগতের ব্যক্তিত্ব, ব্যবসায়ী সহ বিশিষ্ট জনেদের নাম জড়িয়েছে। শুল্ক দফতরের আধিকারিকরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন।

ইডি’র তরফে জানানো হয়েছে, কয়েক মাস আগে অভিষেক বচ্চনও এই মামলায় জড়িত থাকা অভিযোগ উঠেছে। তিনি ‘ইডি’ দফতরে গেছিলেন। তিনি কিছু নথিপত্রও হস্তান্তর করেছেন। খুব শীঘ্রই অমিতাভ বচনকেও ইডি নোটিশ পাঠাবে।

২০১৬ সালে ব্রিটেনের একটি আইন সংস্থা ১১.৫ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার নথি ফাস করেছিল। সেই নথিতে বিশ্বের নামকরা শিল্পপতি থেকে ব্যবসায়ীদের নাম প্রকাশ্যে আসে। ভারতের ৫০০ জনের মধ্যে বচ্চন পরিবারের সদস্যদের নাম রয়েছে।