• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এক মঞ্চে চার নায়িকা! চোখ রাখুন সান বাংলার ‘প্রাণের উৎসব’-এ

নাচে-গানে-অভিনয়ে ভরপুর শো 'প্রাণের উৎসব' এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সান বাংলা আয়োজিত এই শো-য়ের চাহিদা দিন দিন বাড়ছে।

নাচে-গানে-অভিনয়ে ভরপুর শো ‘প্রাণের উৎসব’ এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সান বাংলা আয়োজিত এই শো-য়ের চাহিদা দিন দিন বাড়ছে। সেই কথা মাথায় রেখেই এই ১৯ অক্টোবর সন্ধ্যে ৭.৩০টায় নতুন চমকে সান বাংলার পর্দায় দেখা যাবে ‘প্রাণের উৎসব’।

নাচে-গানে-অভিনয়ে এবার নতুন নতুন ধামাকা। থাকছে বড় চমক। এক মঞ্চে চার নায়িকার পারফরম্যান্স!  বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রথম সারির চার নায়িকার ধামাকা পারফরম্যান্স নিয়ে টানটান উত্তেজনা। মানালি দে, দেবলীনা কুমার, দেবাদৃতা এবং দিপান্বিতার চোখ ধাঁধানো নাচে মাতবে গোটা বাংলা। শেষমেশ কে জিতে নিতে পারবে দর্শকের মন,এই নিয়ে চলতে থাকবে চাপা টেনশন। চারজন আলাদা ভাবেই পারফরম্যান্স করবেন, সমসাময়িক গানের সঙ্গেই তাঁরা পা মেলাবেন। প্রত্যেকেই দারুন পারফর্মার, চার নায়িকার ফ্যানদের মধ্যে নিশ্চয়ই চলবে চাপা উত্তেজনা, কে কুড়িয়ে নেবে দর্শকের বেশি হাততালি?

Advertisement

চমক অবশ্য এখানেই শেষ নয়। গানেও থাকছে রথী-মহারথীরা। বাংলা-কাঁপানো গায়ক-গায়িকারা গান গেয়ে শোনাবেন। থাকছেন বাবুল সুপ্রিয়, সমিধ-উরভী, অদিতি মুন্সি, তীর্থ, অনুষ্কা পাত্র, প্রণয়, সুচিস্মিতাদের মত তাবড় তাবড় সব শিল্পীরা। গোটা অনুষ্ঠানটা এক সুতোয় গেঁথে দেবে দুই খুদে শিল্পী সৌম্য সাহা এবং শুভশ্রী। এই খুদে দুয়ের সঞ্চালনা এবারের ‘প্রানের উৎসব’-এ নতুন প্রাণ সঞ্চার করতে চলেছে। গোটা অনুষ্ঠান গাঁথা হয়েছে মিষ্টি গল্পে। এসেছে ‘ভূতের রাজা’! সব মিলিয়ে নাচে-গানে-মজায় ভরপুর এবারের ‘প্রাণের উৎসব’। দেখা যাবে ১৯ অক্টোবর, সন্ধ্যে ৭.৩০টায় সান বাংলায়।

Advertisement

Advertisement