• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

‘নতুন রূপে নতুন বছর’-এ চাঁদের হাট!

'নতুন রূপে নতুন বছর'-এ এই টানটান উত্তেজনার সঙ্গে থাকছে নচিকেতা, শোভন, আকৃতি কক্কর, জোজোদের মতো নামকরা শিল্পীদের মন মাতানো গান।

নিজস্ব গ্রাফিক্স চিত্র

বাংলায় নতুন বছরকে নানাভাবে বরণ করে নেবার রেওয়াজ প্রচলিত। এ বছরও তার অন্যথা হয়নি। নানা ভাবে বর্ষবরণের পালা চলেছে দিকে দিকে। তবে সান বাংলার ‘বর্ষবরণ’ বেশ অভিনব ভাবেই হতে চলেছে। নতুন বছরকে নতুন রূপে তুলে ধরার চেষ্টা।

সান বাংলার ‘নতুন রূপে নতুন বছর’-এর বিশেষ চমক হাসি পিসি এবং তাঁর খুদে দলবলের সঙ্গে কুখ্যাত গুন্ডা নকুল দানার টানাপোড়েন। হাসি পিসি খুদেদের নিয়ে পাড়ার মাঠে প্রত্যেক বছর ঝলমলে সাংষ্কৃতিক অনুষ্ঠান করে। পাড়ার সবাই সপরিবারে সেই অনুষ্ঠান হৈ হৈ করে দেখতে আসে। কিন্তু এই বছর সেই অনুষ্ঠানে বাঁধা দিচ্ছে কুখ্যাত গুন্ডা নকুল দানা। সে ওই মাঠে বিল্ডিং তোলার প্ল্যান করেছে। হাসি পিসির তত্ত্বাবধানে খুদেরা তাই নকুল দানার প্ল্যান ভেস্তে দিতে একজোট হয়েছে। এই হাসি-পিসির ভূমিকায় থাকছেন অপরাজিতা আঢ্য এবং নকুল দানার ভূমিকায় সুমিত গাঙ্গুলি। হাসি পিসির খুদেরা কি পারবে নকুল দানার প্ল্যান ভেস্তে মাঠে নতুন বছরের উদযাপন করতে? নকুল দানার প্ল্যান কি সফল হবে?

Advertisement

‘নতুন রূপে নতুন বছর’-এ এই টানটান উত্তেজনার সঙ্গে থাকছে নচিকেতা, শোভন, আকৃতি কক্কর, জোজোদের মতো নামকরা শিল্পীদের মন মাতানো গান। সঙ্গে থাকছে দীপান্বিতা রক্ষিত এবং শ্রুতির চোখ ধাঁধানো নাচ। বিশেষ চমক সান বাংলার  সিরিয়ালের হিট জুটিদের ঝলমলে পারফরম্যান্স। ‘আকাশ কুসুম’ সিরিয়ালের ডালি-রক্তিম (সম্রাট এবং কথা), ‘ভিডিও বৌমা’ থেকে আকাশ-মাটি (আরিয়ান এবং রিখিয়া)এবং  পুতুল টিটিপির হিট জুটিদের অসাধারন পারফরম্যান্স দেখা যাবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবে তরুণ তুর্কিদের দল শুভশ্রী, বিলাস এবং উদিতা।

Advertisement

‘নতুন রূপে নতুন বছর’ দেখতে চোখ রাখুন ২৭ এপ্রিল সন্ধ্যে সাতটায় সান বাংলায়।

Advertisement