• facebook
  • twitter
Friday, 1 August, 2025

আইনি বিচ্ছেদ হল শ্রাবন্তী ও রোশনের

দীর্ঘদিন ধরেই আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল শ্রাবন্তী রোশনের। তবে সর্ব সমক্ষে মুখ খোলেননি।অবশেষে আইনত আলাদা হলেন তাঁরা ।

ফাইল চিত্র

ডিভোর্সের মামলা চলছিল। অবশেষে আইনত আলাদা হলেন রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুক্রবার আদালত শ্রাবন্তী ও রোশনের ডিভোর্সে আইনি সিলমোহর দিয়েছে। শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের খবর নিশ্চিত করেছেন রোশন সিং নিজেই। তিনি জানান, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন, তেমনই আবারও একে অপরের কাছে অপরিচিত হয়ে যাবেন।

কানাঘুষো শোনা গিয়েছিল, রোশনের সঙ্গে ডিভোর্সের মামলায় নাকি মাসিক ৭ লাখ টাকা খোরপোশ চেয়েছিলেন অভিনেত্রী। তাঁর সেই আবেদনে নাকি স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশন সিং-কে কি আদৌ মাসিক ৭ লক্ষ টাকা খোরপোশ দিতে হচ্ছে অভিনেত্রীকে? সে বিষয়টি স্পষ্ট নয়।

দীর্ঘদিন ধরেই আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল শ্রাবন্তী রোশনের। তবে সর্ব সমক্ষে মুখ খোলেননি। গত বছর সেপ্টেম্বরে পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান দু’জনে। শুধু বাকি ছিল দু’জনের স্বাক্ষরের। অবশেষে সে ধাপও সম্পূর্ণ হল।

শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশন সিং। পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক। সেই পেশাগত দিকটা একটু গুছিয়ে নিয়েই ফের নতুন করে জীবন সাজাবেন রোশন।

জীবন নিয়ে বরাবরই স্পষ্টবক্তা শ্রাবন্তী। প্রথম দুটি বিয়ে টেকেনি। তৃতীয় বিয়ের পর, একাধিকবার কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন। তবে নিজের জীবন নিজের মতো করে বাঁচায় বিশ্বাসী এই টলি অভিনেত্রী।

News Hub