সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, হয়তো ভেন্টিলেশনে রাখা হবে ‘ফেলুদা’কে

সৌমিত্র চট্টোপাধ্যায় (File Photo: IANS)

বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে। বর্ষীয়ান অভিনেতার কো-মর্বিডিটি তার  শারীরিক জটিলতা সৃষ্টি করেছে আর প্রচণ্ড রকম বাঁধা হয়ে উঠে তার চিকিৎসার পথে। হাসপাতাল সুত্রে রবিবার রাতে জানানো হয়েছে তার শরীরে বেড়ে গিয়েছে ইউরিয়ার পরিমাণ। শুধু তাই  নয় প্লেটলেটের সংখ্যাও অত্যন্ত কম।

তার সাথে দেখা দিচ্ছে পটাশিয়ামে ও সোডিয়ামের তারতম্য। হিমোগ্লোবিনের পরিমাণও  রক্তে খুব কম।

হাসপাতাল সূত্রে আরো জানানো হয়েছে, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকলেও  রক্তে অক্সিজেনের পরিমাণের তারতম্য ঘটায় মাঝে মধ্যেই বায়োপ্যাপ সাপোর্টের প্রয়োজন হচ্ছে সৌমিত্র বাবুর।


চিকিৎসকরা উনাকে ইন্টেন্সিভ কেয়ার সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন কারন তার মস্তিষ্কে সংক্রমণ অভিঘাত (কোভিড এনসেফ্যালোপ্যাথি) এবং স্নায়বিক অবস্থা  চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার কারনে  স্নায়ু এবং কিডনি রোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে মেডিক্যাল টিম।

আপামর বাঙালি এবং ভারতীয় চলচ্চিত্রপ্রেমী সবাই তাদের প্রিয় ফেলুদার দ্রুত সুস্থতার কামনা করছে।