স্নায়ুর সমস্যা বাড়ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের

সৌমিত্র চ্যাটার্জি (File Photo: IANS)

স্নায়ুর সমস্যা বাড়ছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ফলে নতুন করে শারীরিক অবস্থার অবনতি হল তার। শরীরের অন্যান্য প্যারামিটার ঠিক থাকলেও মস্তিষ্কে কোভিড এনসেফালােপ্যাথি এখনও নিয়ন্ত্রণে আসেনি। তার মস্তিষ্কের কার্যকারিতা সন্তোষজনক নয়।এই বিষয়টি চিন্তায় ফেলেছে ডাক্তারদের।

যে হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায় চিকিৎসাধীন সেখানকার ডাক্তাররা জানাচ্ছেন, গত ক’দিন স্টেরয়েড দেওয়ার ফলে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল বর্ষীয়ান এই অভিনেতার। কিন্তু স্টেরয়েড় দেওয়া বন্ধ হতেই অবস্থার অবনতির লক্ষণ দেখা দিয়েছে। তার তন্দ্রাচ্ছন্ন ভাব কাটেনি। অসংলগ্নতাও রয়েছে।

মঙ্গলবার এমআরআই করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তার ক্ষেত্রে গ্লাসগো কোমা স্কেল প্রথমে ১১ পর্যন্ত উঠেছিল। এখন যে সূচক অনেকটাই নেমে গিয়েছে। ডাক্তাররা ফের তাকে স্টেরয়েড দেওয়ার কথা ভাবছেন। তবে এখন অক্সিজেন সাপাের্টের দরকার পড়ছে না সৌমিত্রবাবুর। সেটাই আশার কথা।