• facebook
  • twitter
Thursday, 13 February, 2025

‘সত্যি বলে সত্যি কিছু নেই’

‘এক রুকা হুয়া ফয়সলা’ সিনেমা এবং নাটকের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’।

‘এক রুকা হুয়া ফয়সলা’ সিনেমা এবং নাটকের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। আগামী মাসে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। এতে রয়েছেন টলিউডের এক ডজন অভিনেতা। ছবির টিজার মুক্তি পয়েছে সম্প্রতি।
একটি খুনের তদন্তে তাঁদের ব্যক্তিগত রায় দেবেন বারোজন নানা কাজের সঙ্গে যুক্ত মানুষ। একটি জায়গায় সম্ভাব্য খুনিকে নিয়ে এই জুরিদের মধ্যে যুক্তি-তর্ক ও ঘটনার কাটাছেঁড়া চলতে থাকে। এগারোজন পক্ষে রায় দিলেও, একজন বিপক্ষে যান। তারপর? সেটা জানতে হলে দেখতে হবে ছবিটি।

পরমব্রত চট্টোপাধ্যায় তো আছেনই, সেই সঙ্গে বাকি এগারো জনের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনন্যা চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় এবং রাহুল বন্দ্যোপাধ্যায়কে। এই বারোজন মিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, রাজনৈতিক আদর্শ, সেক্স্যুয়াল ওরিয়েন্টেশন ও সামাজিক দৃষ্টিকোণের প্রতিনিধিত্ব করবেন।