• facebook
  • twitter
Sunday, 4 May, 2025

ছোট পর্দায় ইমন চক্রবর্তী! কী ‘লক্ষ্মীলাভ’ করলেন তিনি?

বাংলা টেলিভিশন জগতে নন ফিকশন শোয়ের দারুণ রমরমা। বিভিন্ন চ্যানেলে তাই দর্শকের মনোরঞ্জনের জন্য আসে নিত্য নতুন শো।

বাংলা টেলিভিশন জগতে নন ফিকশন শোয়ের দারুণ রমরমা। বিভিন্ন চ্যানেলে তাই দর্শকের মনোরঞ্জনের জন্য আসে নিত্য নতুন শো। কয়েক মাস আগেই এই তালিকায় নাম লিখিয়েছিল সান বাংলা। মহিলাদের নিয়ে সান বাংলায় শুরু হয়েছিল নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এই শো-এর জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। অসামান্য সাফল্যের পর শুরু হয়েছে সিজন ২। দেখতে দেখতে সিজন ২-এর মাসিক ফিনালে! উপস্থিত থাকবেন জাতীয় পুরস্কার বিজয়ী এই সময়কার অন্যতম জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। “লাখ টাকার লক্ষ্মীলাভ”-এর টাইটেল ট্র্যাকও তিনিই গেয়েছেন। ফিনালেতে এসে স্বাভাবিকভাবে খুশি ইমন। তিনি বলেন, “এই শো-এ আসতে পেরে খুব ভাল লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। এত মা লক্ষ্মীদের পেয়ে আমার সত্যিই লক্ষ্মীলাভ হল। এই শো-এর টাইটেল ট্র্যাকও আমি গেয়েছি। সুদীপ্তাদি পুরো জমিয়ে রেখেছে শো-টিকে”।

সিজন ২-এর মাসিক ফিনালে হাসি-খেলায়-মজায় ভরপুর। ফিনালের বিজয়িনী পাবেন ২লাখ টাকা। সঙ্গে থাকছে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প। সেইসব গল্প শুনবেন ইমন। ৩০এপ্রিল সন্ধ্যে ৬ টায় সান বাংলায় দেখা যাবে এই ফিনালে।

বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ চারটে রাউন্ডে খেলা হয়। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার।  প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হয় না।  সিজন ২ তে রয়েছে কিছু নতুন খেলা। আরও অনেক মজা। “টাকার খনি”, “বল ফেলতে টাকা কুলো” এমন সব মজার খেলা সিজন ২ তে দর্শক দেখছেন। গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম যেন এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরালো করতেই সান বাংলার এই  উদ্যোগ।

মাঝে মাঝে লাখ টাকার লক্ষ্মীলাভে খেলতে আসেন এক ঝাঁক তারকারা। গল্প,আড্ডায় জমে ওঠে তারকাদের নিয়ে এই পর্ব। তারকারা অবশ্য সব টাকা নিয়ে যান না। তাঁদের টাকা নিয়েই তৈরি হয়েছে “লক্ষ্মী ব্যাঙ্ক”। মানুষের বিপুল চাহিদার জন্য এবারের সিজন ২ চলবে সাত মাস। এই শো দেখতে চোখ রাখুন সান বাংলায় প্রতিদিন সন্ধ্যে ৬ টায়।

News Hub