• facebook
  • twitter
Saturday, 9 August, 2025

এসভিএফ এবার পাঞ্জাবি ছবির প্রযোজনায়

পাঞ্জাবি ছবি ‘সিং ভার্সেস কৌর ২’-এ গিপ্পি গ্রেওয়ালের সঙ্গে নতুন করে জুটি বাঁধতে চলেছেন শেহনাজ গিল। ছবির সিক্যুয়েলের শুটিং শুরু হয়ে গিয়েছে।

পাঞ্জাবি ছবি ‘সিং ভার্সেস কৌর ২’-এ গিপ্পি গ্রেওয়ালের সঙ্গে নতুন করে জুটি বাঁধতে চলেছেন শেহনাজ গিল। ইতিমধ্যেই ছবির সিক্যুয়েলের শুটিং শুরু হয়ে গিয়েছে। আর এই শুটিংয়ের জন্যই কলকাতায় পা রেখেছেন গিপ্পি গ্রেওয়াল এবং শেহনাজ গিল। বর্ধমান রাজবাড়িতে পুরোদমে চলছে ছবির শুটিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন নবনীত সিং। যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ এন্টারটেইনমেন্ট এবং হাম্বল মোশন পিকচার্স। এই প্রথম এসভিএফ কোনও পাঞ্জাবি ছবির প্রযোজনা করছে।

‘সিং ভার্সেস কৌর ২’-এ বাঙালি চরিত্রে অভিনয় করছেন শেহনাজ গিল। সে জন্য তাঁকে বাংলাও শিখতে হচ্ছে। অভিনেত্রী শেহনাজ গিল এই প্রসঙ্গে বলেছেন, ‘ এই ছবির জন্য আমি বাংলা শিখছি। আমার চরিত্রটি বাঙালি। কলকাতা থেকে অনেক কিছু শেখা বাকি আছে! আমার কাছে, কলকাতার মানুষদের অভ্যর্থনা আর প্রাণবন্ত বিষয়টা সবচেয়ে মুগ্ধ করেছে। কালীঘাটের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করলাম। বিরিয়ানি, ফুচকা এবং রোল খেতে চাই । ‘ পাশাপাশি, ছবির অভিনেতা গিপ্পি গ্রেওয়াল বলেছেন, ‘এই সিক্যুয়েলের জন্য অনেকটা সময় নেওয়া হয়েছে। ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলাম। আর সেটা হাতে আসা মাত্রই ফের জুটি বাঁধছি। এই নিয়ে দ্বিতীয়বার কলকাতায় এলাম। এর আগে শেষ ২০১০-২০১১ সালে এসেছিলাম। কলকাতার খাবারগুলো চেখে দেখার ইচ্ছা রয়েছে। শ্রীকান্তজি শহরে এসেছেন। একটা চিট ডে নিয়ে মিষ্টিগুলো টেস্ট করবো। অনেকদিন হয়ে গিয়েছে এসব খাবার থেকে দূরে রয়েছি।’

‘সিং ভার্সেস কৌর ২’ ছবিটি একটি রোমান্টিক কন কমেডি। ছবিটির গল্প যেন একটা বৃত্তের মধ্যে আবর্তিত। গল্পের প্রথমেই রয়েছে পাঞ্জাব। তারপর কলকাতা থেকে কানাডা হয়ে আবারও পাঞ্জাবে ফিরে এসেছে। ছবির বিষয়বস্তু নিয়ে পরিচালক নবনীত সিং বলেন, ‘পাঞ্জাব এই ধরণের খুব বেশি রোমান্টিক কন কমেডি দেখেনি, তাই আমরা একটি ভিন্ন ধারার ছবি উপস্থাপনের মধ্যে দিয়ে নতুন কিছু দেখাতে চেয়েছিলাম। কলকাতা এই ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমরা যে ধরনের সংস্কৃতি এবং ভাষার ছোঁয়া দিতে চেয়েছিলাম কলকাতায় তা সম্ভব হয়েছে। আমরা সকলেই সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের মতো কিংবদন্তিদের দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। এই কাজের মধ্যে দিয়ে তাঁদের শ্রদ্ধাঞ্জলি জানানোর চেষ্টা করছি।’