• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

‘রব্বা করে’

শায়েল ওসওয়ালের মুগ্ধ করা কণ্ঠস্বর ,দুবাইয়ের ঝলমলে লোকেশন, আর উর্বশী রৌতেলার রোম্যান্টিক চাহনি- এই তিন নিয়েই প্রকাশ্যে এল প্রেমের গান, ‘রব্বা করে’।

শায়েল ওসওয়ালের মুগ্ধ করা কণ্ঠস্বর ,দুবাইয়ের ঝলমলে লোকেশন, আর উর্বশী রৌতেলার রোম্যান্টিক চাহনি- এই তিন নিয়েই প্রকাশ্যে এল প্রেমের গান, ‘রব্বা করে’। শায়েল ওসওয়ালের মুগ্ধ করা কণ্ঠস্বর ,দুবাইয়ের ঝলমলে লোকেশন, আর উর্বশী রৌতেলার রোম্যান্টিক চাহনি- এই তিন নিয়েই প্রকাশ্যে এল প্রেমের গান, ‘রব্বা করে’। এই নতুন ট্র্যাকের জন্য অপেক্ষা ছিল শ্রোতাদের। ইউ টিউব-এ ইতিমধ্যই ১.৩ লক্ষ লাইক অর্জন করেছেন শায়েলের গানটি।

রাব্বা করে গভীরভাবে এবং অপ্রতিরোধ্যভাবে প্রেমে পড়ার অভিব্যক্তি। উর্বশী রৌতেলার উপস্থিতির কারণে যা অন্য এক মাত্রা পেয়েছে। দুবাইয়ের চোখজুড়ানো লোকেশনে শ্যুট করার কারণে, প্রতিটি ফ্রেম চাক্ষুষ করার আলাদা আনন্দ যুক্ত হয়েছে। এক বিলাসবহুল রূপকথার মধ্যে দিয়ে শাশ্বত প্রেমের গল্পই যেন উঠে এসেছে। শায়েল এবং উর্বশীর রসায়ন দুর্দান্ত। এই ভিডিয়োর জিওপি রবি যাদব, নির্দেশক ফিরোজ এ খান। সুর দিয়েছেন বিদ্যুৎ গোস্বামী, খতা বিমল কাশ্যপ।