• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

চিরতরে ধূমপান ছেড়ে দিলেন শাহরুখ খান

এই মুহূর্তে বলিউড বাদশাহ যথেষ্ট ব্যস্ত রয়েছেন। আসন্ন আইপিএল নিয়ে ব্যস্ততা ছাড়াও তাঁর হাতে রয়েছে 'কিং' ছবির শ্যুটিংয়ের ব্যস্ততা। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ।

শাহরুখ খান।

২ নভেম্বর, শনিবার ছিল বলিউড কিং শাহরুখ খানের ৫৯তম জন্মদিন। এই বিশেষ দিনে ভক্তদের দিলেন একটি বড় সুখবর। তিনি নাকি আর কোনোদিন ধূমপান করবেন না। এভাবে নিজের জীবনের বাজি জেতার কথা ঘোষণা করলেন ‘বাজিগর’ কিং খান। জন্মদিনের বিশেষ দিনটিতে ভক্তদের সাক্ষী রেখে ‘বাদশাহ’ জানিয়েছেন, তিনি আর ধূমপান করছেন না। তবে এই ধূমপান ছাড়া নিয়ে তিনি প্রথমে নানা সংশয়ের মধ্যে ছিলেন বলে জানিয়েছেন। ধূমপান তাঁর দৈনন্দিন জীবন-যাপনের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল যে, তিনি ভেবেছিলেন, দীর্ঘদিনের এই অভ্যাস ছেড়ে দিলে হয়তো তাঁর শ্বাসকষ্ট হবে। কিন্তু ছেড়ে দিতেই মিরাক্কেল ঘটে গেল! দেখলেন, শ্বাস নিতে তেমন কোনও সমস্যা হচ্ছে না। যদিও এই পরিবর্তনে তাঁর যে একটু অসুবিধা হচ্ছে, সেকথা স্বীকার করে নিয়েছেন নির্দ্বিধায়। তিনি আশাবাদী, এই সমস্যা দ্রুত কেটে যাবে।

এদিকে এই মুহূর্তে বলিউড বাদশাহ যথেষ্ট ব্যস্ত রয়েছেন। আসন্ন আইপিএল নিয়ে ব্যস্ততা ছাড়াও তাঁর হাতে রয়েছে ‘কিং’ ছবির শ্যুটিংয়ের ব্যস্ততা। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ। এই ছবিতে শাহরুখ কন্যা সুহানা খান রয়েছেন। দেখা যাবে অভিষেক বচ্চনকেও। জুনিয়র বচ্চন এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত শাহরুখ খান একসময় প্রচন্ড ধূমপান করতেন। এমনকি তাঁর দিনে ১০০টি সিগারেট খাওয়ারও নজির রয়েছে। একথা তিনি নিজে স্বীকার করে নিয়েছেন। একজন চেইন স্মোকার হিসেবেও তিনি পরিচিত ছিলেন। এজন্য নানা সময়ে তাঁকে চাপা সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁর পারিবারিক চিকিৎসক তাঁকে সিগারেট ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেও এতদিন সেই অসাধ্যসাধন করে উঠতে পারছিলেন না। কিন্তু ক্রমশ বয়সও যে বাড়ছে। তাই স্মোকিংয়ের প্রভাব তাঁর শরীরে যে পড়ছে, সেকথা অনুভব করেই সময় থাকতে সিগারেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর।