• facebook
  • twitter
Friday, 13 September, 2024

বলিউড-টলিউড বাদ নেই দক্ষিণও 

মুম্বই: ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি়’র পর ফের নতুন চমক দিতে হাজির সঞ্জয়লীলা বনশালি৷ বলিউড সূত্রের খবর, সঞ্জয়লীলা বনশালির নতুন ছবিতে নাকি অভিনয় করার কথা ছিল রণবীর সিং কিন্তু তাকে সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনকে৷ তবে চমক কিন্তু এখানে নয়, চমক হল এই ছবিতে নাকি দেখা যাবে প্যান ইন্ডিয়ার অভিনেতাদের৷ অর্থাৎ তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, গুজরাটি, মারাঠি

মুম্বই: ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি়’র পর ফের নতুন চমক দিতে হাজির সঞ্জয়লীলা বনশালি৷
বলিউড সূত্রের খবর, সঞ্জয়লীলা বনশালির নতুন ছবিতে নাকি অভিনয় করার কথা ছিল রণবীর সিং কিন্তু তাকে সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনকে৷
তবে চমক কিন্তু এখানে নয়, চমক হল এই ছবিতে নাকি দেখা যাবে প্যান ইন্ডিয়ার অভিনেতাদের৷ অর্থাৎ তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, গুজরাটি, মারাঠি ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাকে নিয়ে এই ছবি করবেন বনশালি৷ শোনা যাচ্ছে, টলিউড থেকেও থাকতে পারেন বেশ কয়েকজন অভিনেতা ও অভিনেত্রী৷  বনশালি এক মেগনাম ওপাসের চিত্রনাট্য লিখে ফেলেছেন৷ যদিও এই বিষয়ে সঞ্জয়লীলা কিন্ত্ত কোনও কিছু বলতেই নারাজ৷