জল্পনার অবসান। নাগা চৈতন্যর সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের ঘোষণা করলেন দ্য ফ্যামিলি ম্যান-এর অভিনেত্রী সামান্থা। গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই বড় সিদ্ধান্তের ঘোষণা করেছেন তিনি।
সামান্থা লিখেছেন, আমাদের সকল শুভান্যুধায়ীরা, অনে চিন্তাভাবনার পর চে এবং আমি স্বামী-স্ত্রী হিসাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজেদের পথে এগিয়ে যাব স্থির করেছি।
Advertisement
আমরা ভাগ্যবান, এক দশকের বেশি সময় ধরে আমাদের বন্ধুত্ব ছিল। সেটা আমাদের সম্পর্কের অত্যন্ত ব্যক্তিগত জায়গা। আমরা বিশ্বাস করি, সেই স্পেশাল বন্ডিং আমাদের মধ্যে থেকে যাবে।
Advertisement
এই কঠিন সময় আমাদের অনুরাগী, শুভানুধায়ী এবং সংবাদমাধ্যমের কাছে আমাদের প্রাইভেসিকে সম্মান জানানোরও অনুরোধ করব। আমরা সত্যিই এগিয়ে যেতে চাই। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। এই একই পোস্ট করেছেন নাগাও।
Advertisement



