• facebook
  • twitter
Friday, 5 December, 2025

১০জুলাই ২০২০-এ মুক্তি পাচ্ছে সড়ক ২

মার্চের  পরিবর্তে ১০জুলাই,২০২০-এ মুক্তি পাচ্ছে সড়ক ২।প্রায় ২০বছর পর পরিচালকের ভূমিকায় আবার মহেশ ভট্ট।

পরিচালক মহেশ ভট্ট (Photo: IANS)

মার্চের  পরিবর্তে ১০জুলাই,২০২০-এ মুক্তি পাচ্ছে সড়ক ২।প্রায় ২০বছর পর পরিচালকের ভূমিকায় আবার মহেশ ভট্ট।

২৫শে মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবির নির্মাতারা এদিন সোশ্যাল মিডিয়ায় জানান ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে গেছে।

Advertisement

বিশেষ ফিল্মসের তরফে ট্যুইট করে তারিখটি জানানো হয়।

Advertisement

গত সপ্তাহে আলিয়া ইন্সটাগ্রামে একটি পোস্টে লেখেন,”আজ সড়ক ২ এর প্রথম দিন।আমার বাবা এবার আমার পরিচালকও।খুব শিগগিরই আমি শ্যুটিং শুরু করব। সত্যি বলতে কি আমি ভীষণ ভয়ে আছি।”

তিনি আরও লেখেন,”নিজেকে একটা ছোট্ট ইঁদুর মনে হচ্ছে যে একটা অপূর্ব,বিশাল এবং আবেগময় পাহাড় চড়তে চলেছে।আশা করি আমি চূড়া অবধি পৌঁছতে পারব, পথে পড়ে গেলেও আশা রাখি আবার উঠে দাঁড়াব।”

সড়ক ২-এ আলিয়ার পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে পূজা ভট্ট, সঞ্জয় দত্ত এবং আদিত্য র‍য় কাপূরকেও।

১৯৯১ এর ‘সড়ক’ ছবিটিতে পূজা এবং সঞ্জয়কে অভিনয় করতে দেখা গেছিল।ছবিটি ছিল মূলত এক যুবকের এক যৌন কর্মীর প্রেমে পড়ার গল্প।

Advertisement