• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রণবীরকে সঙ্গে নিয়ে অ্যাকশনে তুফান তুললেন রােহিত শেট্টি 

রােহিত শেট্টি মানে পাওয়ার প্যাকড অ্যাকশন। দোসর যদি হন রণবীর সিং তাহলে তাে কথাই নেই। সিম্বা, সার্কাসের দৌড় পেরিয়ে দু’জনে ফের জুটি বেঁধেছেন বিজ্ঞাপনের জন্য।

রণবীর সিং ও রােহিত শেট্টি (Photo: IANS)

রােহিত শেট্টি মানে পাওয়ার প্যাকড অ্যাকশন। দোসর যদি হন রণবীর সিং তাহলে তাে কথাই নেই। সিম্বা, সার্কাসের দৌড় পেরিয়ে দু’জনে ফের জুটি বেঁধেছেন বিজ্ঞাপনের জন্য। ক্যামেরার পিছনে থেকে আকাশে গাড়ি ওড়ানাে বা চমৎকার গাড়ি বিস্ফোরণের দৃশ্য করতে সিদ্ধহস্ত রােহিত শেট্টি। কিন্তু এই প্রথমবার পর্দায় অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে তাঁকে। 

জানা গিয়েছে ইনস্ট্যান্ট নুডলস-এর বিজ্ঞাপণের জন্য হাত মিলিয়েছেন অভিনেতা ও পরিচালক। এ প্রসঙ্গে বলিউডের সিম্বা রণবীর সিং বলেন, রােহিত স্যার অনেক দিন ধরেই অ্যাকশনে ফেরার জন্য উশখুশ করছিলেন। মজার ছলে আমাকে বলেছিলেন সে কথা। বলেছিলেন, অনেকদিন আকাশে গাড়ি ওড়ানাে হয় না। তার সঙ্গে ফ্লোরে ফিরতে পেরে বেশ ভালাে তাে লাগছেই। পাশাপাশি মনের মধ্যে একটা নস্টালজিয়া কাজ করছে। 

Advertisement

খানিক হেসে তিনি আরও বলেন, শেষবার সূর্যবংশীর জন্য অ্যাকশন সিকোয়েন্স শুট করেছিলাম রােহিত স্যারের সঙ্গে। তারপর থেকে আমার মনের মধ্যেও পর্দায় মারপিট করার ইচ্ছেটা চাগিয়ে উঠেছিল। আমাদের দুজনকেই অ্যাকশনের পােকা কামড়াচ্ছিল বলতে পারেন। 

Advertisement

ইতিমধ্যে বিজ্ঞাপনের একটি টিজার এবং ছবি পােস্ট করেছেন অভিনেতা ও পরিচালক। নেট দুনিয়ায় সাড়া ফেলেছে তা। রণবীর ক্যাপশনে লিখেছিলেন আমরা ন্যুডলস-এর বিজ্ঞাপনও এভাবে শ্যুট করি। আগামী ছবি সার্কাসের বিগ মােমেন্ট যাতে নষ্ট না হয় সে জন্য আগেভাগেই রােহিত লিখে দিয়েছিলেন- পরবর্তী ছবির ক্লাইম্যাক্স এটা নয়। এটা বিজ্ঞাপনের অংশ মাত্র।

Advertisement