• facebook
  • twitter
Wednesday, 19 March, 2025

কর্পোরেট দুনিয়ার সাদা কালো নিয়ে ছবি ‘মুখোশে মানুষে খেলা’

জয় সান্যালের চরিত্রে জয়দীপ চক্রবর্তী। কেরিয়ারে উচ্চাকাঙ্খী একটি মেয়ের চরিত্রে প্রিয়াঙ্কা সরকার। তদন্তকারী অফিসারের চরিত্রে সুব্রত দত্ত। কেমন হল কর্পোরেট থ্রিলার ‘মুখোশে মানুষে খেলা’। জানালেন অবন্তী সিনহা।

ব্যবসায়ী জয় সান্যালকে ঘিরে গড়ে উঠেছে ‘মুখোশে মানুষে খেলা’-র গল্প। ‘ডার্ক মাইন্ড গেমস’ শিরোনামের নভেল থেকে কাহিনীটি আহরণ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা, ঈর্ষা, খুন ও চক্রান্তের জালে জড়িয়ে পড়া, কর্পোরেট দুনিয়ার সাদা-কালো নিয়েই ছবি। জয় সান্যালের চরিত্রে জয়দীপ চক্রবর্তী। কেরিয়ারে উচ্চাকাঙ্খী একটি মেয়ের চরিত্রে প্রিয়াঙ্কা সরকার। তদন্তকারী অফিসারের চরিত্রে সুব্রত দত্ত। বাকিরা সকলেই প্রায় নতুন মুখ, টেলিভিশন সিরিয়ালে যাঁরা কেরিয়ার শুরু করেছেন।

‘মুখোশে মানুষে খেলা’-র অভিনেতা ও লেখক জয়দীপ চক্রবর্তীর, ফিচার ফিল্মে আত্মপ্রকাশ ঘটছে এই ছবির মধ্যে দিয়ে। তিনি সংযুক্ত আমিরশাহির বাসিন্দা। কর্মসূত্রে দেশ বিদেশের কর্পোরেট দুনিয়াকে কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এই ছবির ভাবনা। তিনি বলেন, ‘প্রবাসে থাকার দরুন কতবার যে কলকাতা এসে এই শ্যুটিং এবং ডাবিং শেষ করতে হয়েছে। কিন্তু সেই পরিশ্রমের ফল এবার দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অপেক্ষা করছি।’

পরিচালক অর্ফিয়াস মুখোটির মতে, ‘এই ছবি একটি ব্যতিক্রমী কর্পোরেট থ্রিলার, যার শুরু থেকে শেষ পর্যন্ত টানটান সাসপেন্স এবং চক্রান্তের ছায়া।’

ছবিটির কাহিনী ভালো হওয়া সত্ত্বেও, চিত্রনাট্য যেন কিছুটা ধীর লয়ে এগিয়েছে। ফলে ক্রাইম থ্রিলারের টানটান উত্তেজনার ঘাটতি অনুভূত হয়। ক্যামেরা ও শিল্প নির্দেশনায় আরও একটু যত্নশীল হওয়া যেত। তবে অভিনেতারা সকলেই চেষ্টা করছেন তাঁদের চরিত্রগুলিকে যথাসাধ্য বিশ্বাসযোগ্য করে তুলতে। পর্দায় বেশ জড়তাহীন জয়দীপ। সুব্রত ও প্রিয়াঙ্কাও তাঁদের ভূমিকায় প্রশংসার দাবি রাখেন।

সাবিত্রী প্রোডাকশনস প্রযোজিত, ‘মুখোশে মানুষে খেলা’ ছবিটি আজ থেকে মুক্তি পেয়েছে কলকাতায়। চিত্রগ্রহণ করেছেন সৌরভ দে এবং সঙ্গীত পরিচালনা করেছেন কৌশিক ঘোষ। অভিজিৎ বর্মণ (ক্যাকটাস খ্যাত পটা) ছবির টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন।