সম্প্রতি ঢাকুরিয়া সিএলটি অবন মহলে অনুষ্ঠিত হলো সালংকারা স্কুল অফ পারফর্মিং আর্টের বার্ষিক অনুষ্ঠান ‘রবি রাগ রূপ’। বাঙালির কাছে শিল্প এবং শিল্পীর প্রসঙ্গ এলেই প্রথমে যাঁর কথা মনে পড়ে তিনি রবীন্দ্রনাথ। তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যেই ‘রবি রাগ রূপ’ এর সমগ্র পরিকল্পনাটি নির্মিত।
‘রবি রাগ রূপ’ আদতে এই অনুষ্ঠানটির তিনটি অংশকে (রবি, রাগ এবং রূপ) সুস্পষ্ট করার উদ্দেশ্যেই নির্মিত। রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গানগুলিকে নিয়ে নানা রঙের এক বৈচিত্র্য আনতে সাজানো হয়েছে প্রথম পর্বটি। যার নাম দেওয়া হয়েছে ‘রবি’। এই পর্বে সালংকারার এক বৃহত্তর শিল্পীদের গোষ্ঠী অংশগ্রহণ করেছিলেন। যাঁদের কেউ কেউ অনেক বছর পর হয়তো স্টেজে উঠছেন, কেউবা প্রথমবার স্টেজে উঠেছেন। এক গভীর স্বপ্নপূরণের অঙ্গীকার নিয়ে সালংকারা স্কুল অফ পারফর্মিং আর্ট তৈরি।
Advertisement
Advertisement
Advertisement



